NASA: মার্কিন বাজেটে কাটছাঁটের জের, ২০০০-র বেশি কর্মী ছাঁটাইয়ের পথে নাসা!

People's Reporter: নাসার মুখপাত্র বেথানি স্টিভেন্স এক বিবৃতিতে বলেন, “নাসা আমাদের মিশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের সীমিত ও অগ্রাধিকার-ভিত্তিক বাজেটের মধ্যে থেকেই কাজ করতে হচ্ছে।”
২০০০-র বেশি কর্মী ছাঁটাইয়ের পথে নাসা
২০০০-র বেশি কর্মী ছাঁটাইয়ের পথে নাসাগ্রাফিক্স - এ আই
Published on

বড়সড় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নাসা-র (NASA)। জানা যাচ্ছে ট্রাম্প প্রশাসন কর্তৃক বাজেটে কাটছাঁটের জেরে ২০০০-র বেশি সিনিয়র কর্মীকে বাদ দেওয়া হতে পারে সংস্থা থেকে।

পলিটিকো সংবাদমাধ্যম সূত্রে খবর, নাসা থেকে ২,১৪৫ জন সিনিয়র কর্মী ছাঁটাই হতে চলেছেন। ছাঁটাই হওয়া এই কর্মীদের অধিকাংশই জিএস-১৩ থেকে জিএস-১৫ স্তরের কর্মকর্তা। যাঁরা মূলত প্রশাসনিক ও বৈজ্ঞানিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের আগাম অবসর এবং স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে। নাসার মুখপাত্র বেথানি স্টিভেন্স এক বিবৃতিতে বলেন, “নাসা আমাদের মিশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের সীমিত ও অগ্রাধিকার-ভিত্তিক বাজেটের মধ্যে থেকেই কাজ করতে হচ্ছে।”

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সিদ্ধান্তের কারণেই এই ছাঁটাই এবং বাজেট হ্রাস। ট্রাম্প প্রশাসনের আমলে নাসা-সহ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮,০০০ কর্মীর চাকরি হুমকির মুখে পড়েছে এবং একাধিক বিজ্ঞানভিত্তিক প্রকল্প বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে এতে শুধু প্রশাসনিক অস্থিরতা নয়, নেতৃত্ব সংকটও প্রকট হয়েছে। নাসা এখনও পর্যন্ত নির্দিষ্ট একজন প্রশাসক পায়নি। জানা গেছে, এলন মাস্কের ঘনিষ্ঠ জ্যারেড আইজ্যাকম্যান-এর সম্ভাব্য নিয়োগ হোয়াইট হাউস হঠাৎ করে বাতিল করে দেয়। মাস্ক এবং ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক বিরোধ এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই ট্রাম্প ২০২৬ সালে নাসার বাজেট কমানোর ঘোষণা করেছেন। যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে চাঁদে মানুষ পাঠানো সহ নাসার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। গত সপ্তাহেই নাসার পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, নাসাতে যদি বাজেট কমানো হয় তাহলে মহাকাশ বিজ্ঞানচর্চায় অন্যান্য দেশের থেকে পিছিয়ে পড়তে পারে আমেরিকা। সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চীনের।

২০০০-র বেশি কর্মী ছাঁটাইয়ের পথে নাসা
USA: সরকারি দফতরে গণছাঁটাইয়ে ছাড়পত্র! ট্রাম্পের পক্ষেই রায় মার্কিন সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in