আরও কর্মী ছাঁটাই হতে পারে Google-এ, ইঙ্গিত CEO সুন্দর পিচাইয়ের কথায়

গত বছরের নভেম্বরে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল গুগলের মূল সংস্থা ‘অ্যালফাবেট’। এরপর, চলতি বছরের জানুয়ারিতে, সংস্থার মোট কর্মীর ৬ শতাংশ বা ১২ হাজার কর্মী ছাঁটায়ের কথা ঘোষণা করেন সুন্দর পিচাই।
সুন্দর পিচাই
সুন্দর পিচাইফাইল চিত্র

অর্থনৈতিক মন্দার জেরে আবারও কর্মী ছাঁটাই হতে পারে গুগল (Google)-এ। সম্প্রতি, দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন আলফাবেটের সিইও সুন্দর পিচাই (Alphabet CEO Sundar Pichai)।

তিনি বলেন, সংস্থায় দ্বিতীয় দফায় আবার কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। তবে পরিকল্পনার কথা স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

বিশ্বজুড়ে মন্দার পরিস্থিতিতে, গত বছরের নভেম্বরে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল গুগলের মূল সংস্থা ‘অ্যালফাবেট’। এরপর, চলতি বছরের জানুয়ারিতে, সংস্থার মোট কর্মীর ৬ শতাংশ বা ১২ হাজার কর্মী ছাঁটায়ের কথা ঘোষণা করেন সুন্দর পিচাই।

সেসময় তিনি জানান, সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত কর্মীসংখ্যা বৃদ্ধি করেছে সংস্থা। কিন্তু আজকে আমরা যে ভিন্ন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছি, সে কথা ভেবেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে গুগল।'

একইসঙ্গে পিচাই বলেন, 'কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে আমাদের। আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, সেই বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা আগে AI-তে বিনিয়োগ করে আমাদের পণ্য ও পরিষেবাকে আরও শক্তিশালী করতে চলেছি। ভবিষ্যতে এই বিনিয়োগ আমাদের লক্ষ্য় পূরণের গতিকে আরও শক্তি জোগাবে।'

সেই একই কথা আবার শোনা গেছে গুগলের সিইও সুন্দর পিচাই কথায়। গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট বার্ড, জিমেইল এবং গুগল ডক্স এবং অন্যান্য প্রকল্পে নতুন ওয়ার্কস্পেস সক্ষমতার কথা উল্লেখ করে সুন্দর পিচাই বলেছেন, 'এই নতুন সুযোগ এবং কাজগুলির ওপর আমরা খুব মন দিয়ে কাজ করছি। আমি মনে করি সেখানে এখনও অনেক কাজ বাকি। AI-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ইনফ্লেকশন পয়েন্টও রয়েছে। আমরা যেখানে প্রয়োজন, সেখানে দক্ষ লোকেদের দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।'

সুন্দর পিচাই
Lay Off: মাঝরাতে ছাঁটাই, গুগল থেকে কাজ হারালেন সাড়ে ১৬ বছরের পুরোনো কর্মী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in