বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের বিবৃতিতে আপত্তি ইউনূস সরকারের, জারি পাল্টা বিবৃতি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের বিবৃতিতে আপত্তি ইউনূস সরকারের, জারি পাল্টা বিবৃতি

People's Reporter: ভারতীয় বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, ‘‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ভারত সেই আবেদন জানিয়েছে।“
Published on

বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনায় ভারত সরকারের বিবৃতিতে আপত্তি জানাল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, এই ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটিকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।

বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে উত্তাল বাংলাদেশ। সেই পরিস্থিতিতে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে খুন করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় চাঞ্চল্য দেখা যায় ভারতের রাজনীতিতেও। শনিবার এক দল যুবক নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান।

তিনদিন পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিল ভারত। রবিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড় ভাবে নজর রেখেছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ভারত সেই আবেদন জানিয়েছে।“

তবে ভারত সরকারের এই বিবৃতিতে আপত্তি জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ময়মনসিংহের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটিকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হিসেবে দেখা উচিত নয়। ঘটনায় তারা দ্রুত পদক্ষেপ করেছে। অভিযুক্তদের গ্রেফতারও করেছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি যথেষ্ট ভাল। দীপুকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের বিবৃতিতে আপত্তি ইউনূস সরকারের, জারি পাল্টা বিবৃতি
Bangladesh: ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ, দুই সংবাদমাধ্যমের দপ্তরে ভাঙচুর, আগুন
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের বিবৃতিতে আপত্তি ইউনূস সরকারের, জারি পাল্টা বিবৃতি
VIDEO: বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে যা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহ: সেলিম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in