Bangladesh: যাত্রীবাহী লঞ্চে আগুন, মৃত ৩২, আহত ১০০, নিখোঁজ বহু যাত্রী

বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী আগুন। কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৭০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু যাত্রী নিখোঁজ।
মাঝনদীতে জ্বলছে লঞ্চ
মাঝনদীতে জ্বলছে লঞ্চছবি সৌজন্যে প্রথম আলো
Published on

বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী আগুন। কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের বরিশাল সদর হাসপাতাল এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু যাত্রী নিখোঁজ। স্থানীয় পুলিশ প্রধান মইনুল ইসলাম সংবাদসংস্থা এএফপি-কে একথা জানিয়েছেন।

'এমভি-১০ অভিযান' নামের ওই যাত্রীবাহী লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর সাড়ে তিনটা নাগাদ ঝালকাঠির সুগন্ধী নদীতে লঞ্চটির ইঞ্জিনে আগুন লাগে। লঞ্চটিতে প্রায় হাজারখানেক যাত্রী বলে জানা গেছে। আগুন লাগার আতঙ্কে অনেকেই জলে ঝাঁপ দিয়েছেন।

আগুন লাগার পর তীরবর্তী গ্রামে ভেড়ানো হয় লঞ্চ। এরপর আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ জারি রয়েছে এখনও। ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব‍্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর কামাল হোসেন ভুঁইয়া।

মাঝনদীতে জ্বলছে লঞ্চ
Bangladesh: ফ্রুট জুসের কারখানায় বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ৫২, আহত বহু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in