প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি- সংগৃহীত

'ভগবান ট্রাম্পকে বানিয়েছেন' - রিপাবলিকানদের বাছাইপর্বে আইওয়া প্রদেশে জিতে আত্মবিশ্বাসী ট্রাম্প!

People's Reporter: রিপাবলিকানদের প্রাইমারি নির্বাচনে যদি জিতেও যান ট্রাম্প, সেক্ষেত্রে আইনি জটিলতায় ভুগতে হতে পারে তাঁকে। কিছু মাস আগেই যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
Published on

আবার কী আমেরিকার মসনদে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে! আমেরিকায় রিপাবলিকানদের রাষ্ট্রপতি বাছাই পর্বের নির্বাচনে শুরু হওয়ার পরেই এমনটাই জল্পনা শুরু হয়েছে। সোমবার আমেরিকার অঙ্গরাজ্য আইওয়া প্রদেশে রিপাবলিকানদের প্রাথমিক (প্রাইমারি) নির্বাচন হয়। নির্বাচনের তিন প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ফ্লোরিডার গভর্নর রন দে স্যান্টিস এবং প্রাক্তন আমেরিকান রাষ্ট্রদূত নিকি হ্যালে। প্রাথমিক গণনার পরে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছেন।

যদিও আইওয়া অনেক ছোট একটি প্রদেশ, তবে বাকি প্রদেশগুলিতেও ট্রাম্প রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। মার্কিন মুলুকের একাধিক সমীক্ষা সংস্থা অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। প্রায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয়তম রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন ট্রাম্প। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে মুখোমুখি হতে হবে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে।

আইওয়া প্রদেশে জেতার পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন - "ভগবান বলেছেন আমার এমন একজনের দরকার যে ভোরের আগে উঠবে, এই দেশকে ঠিক করতে চায়, সারাদিন কাজ করতে চায়, মার্কসবাদীদের সাথে লড়াই করতে চায়, অফিসে গিয়ে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করতে করতে মধ্যরাত্রি যাপন করতে চায়। তাই ভগবান ট্রাম্পকে বানিয়েছেন।"

অন্যদিকে, রিপাবলিকানদের প্রাইমারি নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী নিজের নাম তুলে নিয়েছেন। ২০২৩ সাল নাগাদ তিনি রিপাবলিকানদের মধ্যে যথেষ্ট সাড়া জাগালেও নির্বাচনে তেমন কিছু করে দেখাতে পারেননি। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন – ট্রাম্পকেই সমর্থন করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রিপাবলিকানদের প্রাইমারি নির্বাচনে যদি জিতেও যান ট্রাম্প, সেক্ষেত্রে আইনি জটিলতায় ভুগতে হতে পারে তাঁকে। কিছু মাস আগেই যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। শুধু তাই নয় 'অবৈধ সম্পর্ক'-র কথা গোপন রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল অর্থ দিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়া সরকারি গোপন নথি ফাঁস করেছেন বলেও অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে।

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ! নজিরবিহীন ভাবে ফৌজদারি মামলার মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in