Imran Khan: ১০ বছরের কারাদণ্ড ইমরান খানের, গোপন নথি প্রকাশ্যে আনার শাস্তি!

People's Reporter: মঙ্গলবার পাকিস্তানের এক বিশেষ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালতে মামলার শুনানি ছিল। সেখানেই আদালত তাঁদের শাস্তি ঘোষণা করে।
ইমরান খান
ইমরান খানফাইল চিত্র - সংগৃহীত
Published on

দেশের গোপনীয় তথ্য প্রকাশ্যে আনার অভিযোগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছরের জেল হেফাজত দিল পাক আদালত। পাশাপাশি ওই একই মামলায় প্রাক্তন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিরও ১০ বছরের কারাদণ্ড হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের এক বিশেষ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালতে এই মামলার শুনানি ছিল। সেখানেই আদালত তাঁদের শাস্তি ঘোষণা করে। রাওয়ালপিন্ডির এক কারাগারে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-র অধীনেই বিশেষ আদালত গড়ে তোলা হয়েছিল। এই মামলাটি সাইফার মামলা নামে পরিচিত।

ইমরান খান প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি কোনও গোপন নথি প্রকাশ্যে আনিনি। বরং নথিতে প্রমাণ রয়েছে বিরোধীরা কীভাবে রাজনৈতিক চক্রান্ত করে সামরিক বাহিনী ও মার্কিন প্রশাসনের সহায়তা নিয়ে আমাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত করেছিল।" যদিও হোয়াইট হাউস ইমরানের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।

উল্লেখ্য, সাইফার, তোষাখানা সহ একাধিক মামলায় গত বছরের আগস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান। নতুন করে প্রাক্তন প্রধানমন্ত্রীর শাস্তিতে কিছুটা হলেও চাপে ইমরানের দল পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)।

ইমরান খান
Maldives: মুইজ্জুর ভারতবিরোধী অবস্থানের প্রতিবাদ - মালদ্বীপে রাষ্ট্রপতিকে অপসারণে তৎপর বিরোধীরা
ইমরান খান
Maldives: ভারত বিরোধী অবস্থান - মালদ্বীপে বিরোধীদের কড়া সমালোচনার মুখে প্রেসিডেন্ট মুইজ্জু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in