Forex: শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে ঘাটতি প্রায় $৮৭০ মিলিয়ন ডলার

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে ৩১ ডিসেম্বর ভারতের ফোরেক্স রিজার্ভ কমে হয়েছে ৬৩২.৭৩৬ বিলিয়ন ইউ এস ডলার। যা আগের সপ্তাহে ছিলো ৬৩৩.৬১৪ বিলিয়ন ইউএস ডলার।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে আবারও বড়োসড়ো ঘাটতি। ৩১ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহের তথ্য অনুসারে শেষ ১ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয় কমেছে ৮৭০ মিলিয়ন ইউএস ডলার।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে ৩১ ডিসেম্বর ভারতের ফোরেক্স রিজার্ভ কমে হয়েছে ৬৩২.৭৩৬ বিলিয়ন ইউ এস ডলার। যা আগের সপ্তাহে ছিলো ৬৩৩.৬১৪ বিলিয়ন ইউএস ডলার।

ভারতের ফোরেক্স রিজার্ভে যুক্ত আছে বৈদেশিক মুদ্রা সম্পদ (FCAs), সোনা, SDRs এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারে (IMF) ভারতের সঞ্চিত অর্থ।

সাপ্তাহিক হিসেবের ভিত্তিতে ভারতের ফোরেক্স রিজার্ভের সবথেকে বড়ো অংশ এফসিএ’এস কমেছে প্রায় ৪৯৭ মিলিয়ন ইউএস ডলার। ৩১ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহের হিসেব অনুসারে এফসিএ’এস দাঁড়িয়েছে ৫৬৯.৩৯২ বিলিয়ন ইউএস ডলার।

এই সময় দেশের সঞ্চয়ীকৃত সোনার মূল্যও কমেছে অনেকটাই। প্রায় ৩৬০ মিলিয়ন ইউএসডলার কমে ভারতের সঞ্চয়ীকৃত সোনার মূল্য দাঁড়িয়েছে ৩৯.০৪৪ বিলিয়ন ইউএস ডলার।

অবশ্য এসডিআর-এর মূল্যও কিছুটা কমেছে। ১৬ মিলিয়ন ইউ এস ডলার কমে বর্তমানে যার মূল্য ১৯.০৯৮ বিলিয়ন ইউএস ডলার। আইএমএফ-এ ভারতের সঞ্চয়ের মূল্য ৫ মিলিয়ন ইউ এস ডলার কমে দাঁড়িয়েছে ৫.২০২ বিলিয়ন ইউএস ডলারে।

ছবি প্রতীকী
Forex: শেষ ১ সপ্তাহে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে ফের ঘাটতি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in