Donald Trump: অ্যাপলের পর এবার স্যামসাংকেও চড়া শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের! তবে দিলেন শর্তও
আগেই অ্যাপলকে ভারতে ব্যবসা বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর এবার স্যামসাং-সহ অন্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, অন্য বাজারের পণ্য আমেরিকায় বিক্রি করলেই চাপানো হবে শুল্ক। তবে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে কি না, তা নিয়ে কোনও বার্তা দেননি ট্রাম্প।
স্যামসাং দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্তুতকারক সংস্থা। অ্যাপলের মতো স্যামসাং নিজেদের জিনিস আমেরিকার বাজারে বিক্রি করলেও সে দেশে নিজেদের পণ্য উৎপাদন করে না। সংবাদ সংস্থা ‘সিএনএন’ সূত্রে খবর, ‘স্যামসাং’-এর মোবাইলের বেশির ভাগই তৈরি হয় মূলত ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজিলে।
মার্কিন প্রেসিডেন্ট চাইছেন, এই সমস্ত মোবাইল সংস্থাগুলো নিজেদের পণ্য আমেরিকাতেই তৈরি করুক। আগেই অ্যাপলকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সমাজমাধ্যমে তিনি জানিয়েছিলেন, অন্য দেশের তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।
এবার ওভাল অফিসে সাংবাদিক বৈঠক করে অন্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির উদ্দেশ্যেও একই বার্তা দেন ট্রাম্প। তিনি জানান, স্যামসাং-সহ যে সব মোবাইল প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় নিজেদের জিনিস বিক্রি করে, সকলের উপরই শুল্ক চাপবে। তাঁর মতে, নাহলে বিষয়টি ন্যায্য হবে না। যদিও সেই শুল্কের পরিমাণ ২৫ শতাংশ হবে কি না, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে প্রেসিডেন্টের আশ্বাস, আমেরিকায় পণ্য তৈরি হলে দিতে হবে না কোনও শুল্ক।
এর আগে ট্রাম্প ভারতে অ্যাপলের জিনিস তৈরি না করার জন্য অ্যাপল কর্ণধার টিম কুককে পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্প তাঁকে বলেন, "আমি আপনাকে অনেকে সাহায্য করেছি। ভবিষ্যতেও করতে চাই। কিন্তু শুনছি আপনি ভারতে উৎপাদন করতে চাইছেন। যা আমার পছন্দ নয়। আমি চাই না আপনি ভারতে অ্যাপলের জিনিস উৎপাদন করুন। চাইলে আপনি ভারতে অ্যাপলের পণ্য তৈরি করতেই পারেন। তবে ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে অ্যাপলের পণ্য বিক্রি করাও খুব কঠিন"।
যদিও এই প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল, ভারতে বিনিয়োগের বিষয়ে অ্যাপলের আগে থেকে যা পরিকল্পনা ছিল, তাই রয়েছে।
উল্লেখ্য, অ্যাপল একটি মার্কিন সংস্থা হলেও, এর বেশির ভাগ জিনিসই এত দিন ধরে আমেরিকার বাইরেই তৈরি হয়ে এসেছে। সংবাদমাধ্যম সিএনবিসি-এর এক রিপোর্ট অনুসারে, অ্যাপল-এর ৮০ শতাংশেরও বেশি জিনিস চিনে তৈরি হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন