

২০ জানুয়ারি, সোমবার আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট-সহ বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। উপস্থিত থাকছেন বহু মাল্টি ন্যশনাল সংস্থার মালিকরাও। তবে ‘বন্ধু’ ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।
রয়টার্সের সূত্র অনুয়ায়ী, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। হোয়াইট হাউজে উপস্থিত থাকবেন সালভাডরের প্রেসিডেন্ট নায়েব বুকেল। থাকছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি।
ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁরই প্রতিপক্ষ কমলা হ্যারিস। এছাড়া থাকছেন সদ্য আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। থাকছেন আমেরিকার আর এক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওমাবা। উপস্থিত থাকবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লুই বুশ এবং তাঁর স্ত্রী তথা আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি লরা বুশ। এছাড়া উপস্থিত থাকবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টেসলা এবং এক্স (পূর্বতন টুইটার) –এর সিইও এলন মাস্ক। থাকছেন ই-কর্মাস অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। উপস্থিত থাকছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। সোমবার হোয়াইট হাউজে উপস্থিত থাকবেন ওপেন এআই –এর সিইও স্যাম অল্টম্যান। উপস্থিত থাকছেন টিকটকের প্রধান শৌ চিউ।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। যদিও জানা যাচ্ছে, শপথগ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এস জয়শঙ্কর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন