
আশঙ্কাই সত্যি হল। ভারতের উপর ২৫% শুল্ক চাপালো আমেরিকা। বুধবার বিকেলেই (ভারতীয় সময় অনুযায়ী) এই সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ একটি পোস্ট করে ট্রাম্প জানান, "মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। তাদের সঙ্গে ব্যবসায় অনেক বাধা রয়েছে, যে কোনও দেশের তুলনায় সবচেয়ে জটিল এবং বিরক্তিকর বাধা, যার সঙ্গে আর্থিক কোনও সম্পর্ক নেই।"
তিনি আরও জানান, “ভারত সর্বদা তাদের সামরিক সরঞ্জামের সিংহভাগ রাশিয়া থেকে কিনেছে। রাশিয়ার জ্বালানির বৃহত্তম ক্রেতা ওরা। যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তখন রাশিয়া থেকে লাগাতার তেল কিনেছে ভারত। এই সব ভালো নয়! ভারত তাই ২৫% শুল্ক প্রদান করবে এবং উপরোক্ত বিষয়গুলোর জন্য জরিমানাও দিতে হবে ভারতকে। যা ১ আগস্ট থেকে শুরু হবে”।
উল্লেখ্য, এর আগে মায়ানমার, লাওস, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, সার্বিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, কম্বোডিয়া সহ একাধিক দেশের উপর শুল্ক হার ঘোষণা করেছিলেন। যেখানে সর্বোচ্চ শুল্ক ছিল ৪০ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ২৫ শতাংশ।
প্রসঙ্গত, কিছু দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এরকমই ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, “ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানিকারক দেশগুলির জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছেন। রাশিয়ার রপ্তানি করা তেলের মধ্যে ৮০ শতাংশই আমদানি করে ভারত, চীন এবং ব্রাজিল। যা রাশিয়ার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল অর্থনৈতিক ভিত্তি। যা রক্তের টাকা। “যারা রাশিয়ান তেল কিনছে তারা ইউক্রেনের সাধারণ মানুষের ওপর বোমা ফেলার জন্য পুতিনকে অর্থ দিচ্ছে। ট্রাম্প এসব দেশের অর্থনীতির ওপর এমন চাপ সৃষ্টি করবেন, যাতে তারা বাধ্য হয় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন