Cuba: বর্তমান পর্যটন মরশুমের প্রথম ক্রুইজকে স্বাগত জানালো কিউবা

এই পর্যটন মরশুম চলবে ২০২২ সালের মার্চ পর্যন্ত। ৮৪ জন জার্মান পর্যটক নিয়ে ওয়ার্ল্ড ভয়েজার ক্রুইজটি ক্যারিবিয়ান নেশানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সান্তিয়াগো ডি কিউবার একটি বন্দরে নোঙর ফেলেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি ট্যুইটার থেকে সংগৃহীত

বর্তমান পর্যটন মরশুমে প্রথম ক্রুইজ জাহাজকে স্বাগত জানালো কিউবা। এই পর্যটন মরশুম চলবে ২০২২ সালের মার্চ পর্যন্ত। ৮৪ জন জার্মান পর্যটক নিয়ে ওয়ার্ল্ড ভয়েজার ক্রুইজটি ক্যারিবিয়ান নেশানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সান্তিয়াগো ডি কিউবার একটি বন্দরে নোঙর ফেলেছে। শনিবার সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

প্রদেশের পর্যটন মন্ত্রকের এক প্রতিনিধি সোরাইদা লোজানো স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, বর্তমান কোভিড-১৯ মহামারী বিশ্বব্যাপী পর্যটন শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, "আমরা দেশে পর্যটক ফেরানোর জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।" লোজানো বলেছেন, ক্রুইজ জাহাজের যাত্রী এবং ক্রু সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্রুজ জাহাজটি সোমবার মধ্যপ্রদেশ সিয়েনফুয়েগোসের উদ্দেশ্যে যাত্রা করবে।

কিউবার পর্যটন কর্তৃপক্ষের মতে, ২০২১ সালে দ্বীপ দেশটিতে ভ্রমণকারী মোট পর্যটকদের সংখ্যা পাঁচ লাখেরও কম হবে বলে অনুমান করা হচ্ছে।

ছবি প্রতীকী
‘আমেরিকা কিউবার মানুষের জন্য উদ্বিগ্ন হয়ে থাকলে, অর্থনৈতিক অবরোধ তুলে নিক’ - কিউবার রাষ্ট্রপতি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in