

অবসর নিচ্ছেন কমিউনিস্ট পার্টি অফ কিউবার শীর্ষ নেতৃত্ব রাউল কাস্ত্রো। কিউবার প্রবাদপ্রতিম নেতা ফিদেল কাস্ত্রোর পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার সামলেছিলেন। গতকালই হাভানায় দলীয় সদস্যদের সামনে পার্টির অষ্টম কংগ্রেসের সূচনা ভাষণে তিনি এই কথা জানিয়েছেন। আগামী চার দিন ধরে চলবে এই পার্টি কংগ্রেস।
৮৯ বছর বয়স্ক রাউল কাস্ত্রোর অবসরের সঙ্গে সঙ্গেই কিউবায় শেষ হবে কাস্ত্রো ভ্রাতৃদ্বয়ের লড়াই সংগ্রামের এক যুগান্তকারী পর্বের। এর আগে ২০১৮ সালেই তিনি মিগুয়েল দিয়াজ কানেলের হাতে রাষ্ট্রপতি পদের দায়িত্ব তুলে দিয়েছিলেন।
গতকাল তাঁর ভাষণে রাউল বলেন – আমাদের দেশে এখন পরিবর্তন দরকার এবং নতুন প্রজন্ম বিজ্ঞানসম্মতভাবে উন্নত সমাজতন্ত্রের পথে হাঁটার জন্য প্রস্তুত।
রাউল কাস্ত্রোর অবসরে কিউবার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ যেমন মনে করছেন ক্ষমতা হস্তান্তরের জন্য এটাই উপযুক্ত সময় আবার কেউ কেউ বলছেন তাঁরা রাউলের অভাব অনুভব করবেন।
কমিউনিস্ট পার্টি অফ কিউবার মুখপত্র গ্রানমায় প্রকাশিত এক রিপোর্ট অনুসারে এবারের পার্টি কংগ্রেসে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৪ শতাংশই স্নাতক। এঁদের মধ্যে সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা আছেন। এই কংগ্রেসে অংশ নিচ্ছেন শ্রমিক, শিক্ষক, কৃষক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, অবসরপ্রাপ্ত প্রতিনিধিরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন