Columbia: কলম্বিয়ার সেনেটর, সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীর ওপর প্রাণঘাতী হামলা, অবস্থা আশঙ্কাজনক

People's Reporter: শনিবার বোগোটার এক পার্কে প্রচার চলাকালীন ৩৯ বছর বয়সী টারবের ওপর হামলা চলে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে।
কলম্বিয়ার দক্ষিণপন্থী দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল ইউরাইব টারবে
কলম্বিয়ার দক্ষিণপন্থী দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল ইউরাইব টারবে
Published on

কলম্বিয়ার সেনেটর এবং ২০২৬ প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল ইউরাইব টারবের (Miguel Uribe Turbay) প্রচার চলাকালীন তাঁর ওপর হামলা চালালো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাঁর মাথায় দু’বার এবং শরীরে একবার গুলি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। শনিবার রাজধানী বোগোটায় নির্বাচনী প্রচার চলাকালীন এই ঘটনা ঘটেছে।

ইউরাইবের সেন্ট্রো ডেমোক্রেটিকো পার্টি (Centro Democratico Party)-র পক্ষ এই দুষ্কৃতীহানার তীব্র নিন্দা করা হয়েছে। এক বিবৃতিতে দলের পক্ষ থেকে জানান হয়েছে, এই ঘটনা দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর বড়ো আঘাত।

শনিবার বোগোটার এক পার্কে প্রচার চলাকালীন ৩৯ বছর বয়সী টারবের ওপর হামলা চলে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে।  

গুলিবিদ্ধ হবার পর তাঁকে দ্রুত বিমানে করে সান্টা ফে ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুততার সঙ্গে তাঁর অস্ত্রোপচার হয়। হাসপাতালের পক্ষ থেকে জানান হয়েছে তাঁর মাথায় এবং থাইতে গুলি লেগেছে। অস্ত্রোপচারের পর তাঁকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

কলম্বিয়ার বামপন্থী রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা "স্পষ্টভাবে" এই হামলার নিন্দা জানাচ্ছে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই ধরণের কাজ "শুধুমাত্র কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্রের বিরুদ্ধেও হিংসামূলক কাজ"।

২০২৬ সালের কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে টারবে প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি কলম্বিয়ার বিরোধী দল কনজারভেটিভ ডেমোক্রেটিক সেন্টার পার্টির সদস্য। আগামী বছরের ৩১ মে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

কলম্বিয়ার দক্ষিণপন্থী দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল ইউরাইব টারবে
Colombia: ইতিহাসের মুখে কলম্বিয়া, উল্কাবেগে বাম উত্থান, জনমত সমীক্ষায় এগিয়ে প্রাক্তন গেরিলা নেতা
কলম্বিয়ার দক্ষিণপন্থী দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল ইউরাইব টারবে
Colombia: নেতৃত্বে প্রাক্তন গেরিলা নেতা, কলম্বিয়ায় এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী বামপন্থীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in