Bloomberg Billionaires Index: সম্পত্তিতে ব্যাপক ধস, তবুও ধনকুবেরদের তালিকায় শীর্ষে এলন মাস্ক

মাস্ক চলতি বছরের ২৫ মে পর্যন্ত তাঁর মোট সম্পত্তির প্রায় ৭৭.৬ বিলিয়ন ডলার হারিয়েছেন। এখন তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৯৩ বিলিয়ন ডলার। বছরের শুরু থেকেই টেসলার শেয়ার প্রায় ৪০ শতাংশ কমে গেছে।
এলন মাস্ক
এলন মাস্কফাইল চিত্র - সংগৃহীত

ধনকুবের এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের নীচে নেমে গেল চলতি অর্থবর্ষে। গত ১১ মাসে টেসলার শেয়ারের সবচেয়ে বড় পতন। ধাক্কা খেতে হয়েছে অ্যামাজন কর্তাকেও।

ব্লুমবার্গ বিলিয়নিয়রস ইন্ডেক্সের সমীক্ষায় দেখা যাচ্ছে, মাস্ক চলতি বছরের ২৫ মে পর্যন্ত মোট সম্পত্তির প্রায় ৭৭.৬ বিলিয়ন ডলার হারিয়েছেন। এখন তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৯৩ বিলিয়ন ডলার। বছরের শুরু থেকেই টেসলার শেয়ার প্রায় ৪০ শতাংশ কমে গেছে। যার ফলে স্টকের পরিমাণ খুব চাপে রয়েছে। ব্লুমবার্গের সমীক্ষার সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছে টেসলা কর্তৃপক্ষও।

উল্লেখ্য, ব্লুমবার্গের রিপোর্টে দেখা যাচ্ছে, সম্পত্তির পতন হলেও বিশ্বের ধনকুবেরদের তালিকায় মাস্ক এখনও শীর্ষে রয়েছেন। মাস্কের পরেই রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজস। সমীক্ষা অনুযায়ী বেজসের সম্পত্তির পরিমাণ প্রায় ১২৮ বিলিয়ন ডলার। এমনকি মাস্কের মতো অ্যামাজন কর্তারও চলতি বছরে প্রায় ৬৪.৬ মিলিয়ন ডলারের ঘাটতি হয়।

সূত্রের খবর, মাস্ক ছাড়াও বিল গেটস, মার্ক জুকারবার্গ সহ বিশ্বের প্রায় ৫০ জন ধনকুবেরের সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে চলতি বছরের শুরুতেই।

এলন মাস্ক
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সম্পদ, ১০০ বিলিয়ন ডলার ক্লাবে ঢুকে পড়লেন গৌতম আদানি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in