

ধনকুবের এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের নীচে নেমে গেল চলতি অর্থবর্ষে। গত ১১ মাসে টেসলার শেয়ারের সবচেয়ে বড় পতন। ধাক্কা খেতে হয়েছে অ্যামাজন কর্তাকেও।
ব্লুমবার্গ বিলিয়নিয়রস ইন্ডেক্সের সমীক্ষায় দেখা যাচ্ছে, মাস্ক চলতি বছরের ২৫ মে পর্যন্ত মোট সম্পত্তির প্রায় ৭৭.৬ বিলিয়ন ডলার হারিয়েছেন। এখন তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৯৩ বিলিয়ন ডলার। বছরের শুরু থেকেই টেসলার শেয়ার প্রায় ৪০ শতাংশ কমে গেছে। যার ফলে স্টকের পরিমাণ খুব চাপে রয়েছে। ব্লুমবার্গের সমীক্ষার সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছে টেসলা কর্তৃপক্ষও।
উল্লেখ্য, ব্লুমবার্গের রিপোর্টে দেখা যাচ্ছে, সম্পত্তির পতন হলেও বিশ্বের ধনকুবেরদের তালিকায় মাস্ক এখনও শীর্ষে রয়েছেন। মাস্কের পরেই রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজস। সমীক্ষা অনুযায়ী বেজসের সম্পত্তির পরিমাণ প্রায় ১২৮ বিলিয়ন ডলার। এমনকি মাস্কের মতো অ্যামাজন কর্তারও চলতি বছরে প্রায় ৬৪.৬ মিলিয়ন ডলারের ঘাটতি হয়।
সূত্রের খবর, মাস্ক ছাড়াও বিল গেটস, মার্ক জুকারবার্গ সহ বিশ্বের প্রায় ৫০ জন ধনকুবেরের সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে চলতি বছরের শুরুতেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন