

একদিকে যখন লাগাতার মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির জেরে হাসফাঁস করছে আমজনতার জীবন, অন্যদিকে তখন লাফিয়ে লাফিয়ে সম্পদ বাড়ছে শিল্পপতি গৌতম আদনির। ব্লুমবার্গ বিলিয়নেইয়ার্স ইনডেক্স অনুযায়ী, গৌতম আদানির সম্পত্তির পরিমান ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে এলন মাস্ক, জেফ বেজোসদের এক্সক্লুসিভ ১০০ বিলিয়ন ডলার ক্লাবে ঢুকে গেলেন তিনি। গৌতম আদানিকে নিয়ে গোটা বিশ্বে ১০০ বিলিয়ন সম্পত্তির মালিক মোট ১০ জন।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের তিন মাসেই আদানির সম্পত্তি বেড়েছে ২৪ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ভারতের আর এক শিল্পপতি রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, যিনি গত সেপ্টেম্বরে বেঞ্চমার্কের শীর্ষে ছিলেন, এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ কিছুটা কমে হয়েছে ৯৯ বিলিয়ন মার্কিন ডলার। প্রথম ১০ থেকে সরে যেতে হয়েছে তাঁকে। তাঁর স্থানে ১১ নম্বরে।
কলেজ ড্রপআউট আদানি নিজের সম্পত্তি কয়েকগুণ বাড়িয়েছেন গত দু'বছরে, গোটা বিশ্ব যখন মহামারীর দাপটে ত্রস্ত ছিল। ২০২১ সালে তাঁর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার (২৬১ শতাংশ)। চলতি বছরের ফেব্রয়ারি মাসে মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার সবথেকে ধনী শিল্পপতি ঘোষিত হয়েছেন তিনি। মূলত কয়লা, বন্দর এবং সৌরশক্তির উপর ভর করেই নিজের সাম্রাজ্য গড়ছেন গৌতম আদানি। ফ্রান্সের তেল সংস্থা 'টোটাল এসই'-র সাথে হাত মিলিয়েছেন তিনি।
এছাড়াও আমেরিকান সংস্থা 'ওয়ারবার্গ পিঙ্কাস'-এর সাথেও হাত মিলিয়েছেন তিনি। ২০২০ সাল থেকে এখনো পর্যন্ত শেয়ার বাজারে আদানি গ্রুপের কিছু স্টকের দর ১০০০ শতাংশ ছাড়িয়ে গেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন