বাংলাদেশ জুড়ে ডেঙ্গুর থাবায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৩ জনের। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২,৭১১ জন। সরকারি পরিসংখ্যান অনুসারে গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৭,১২৭ জন। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS) একথা জানিয়েছে।
সংবাদসংস্থা জিং হুয়া ডিজিএইচএস-কে উদ্ধৃত করে জানিয়েছে, ৫৭,১২৭ জন সংক্রমিত হলেও এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭,৫২৯ জন। বুধবার সুস্থ হয়েছেন ২,৬৩৮ জন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, গত মাসে বাংলাদেশে ডেঙ্গু চূড়ান্ত আকার ধারণ করেছিল। ওই মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হন ৪৩,৮৫৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ২০৪ জনের।
বাংলাদেশে মূলত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ চলে। মশাবাহিত রোগের ক্ষেত্রে বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ বলে গণ্য করা হয়ে থাকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন