

বাংলাদেশ জুড়ে ডেঙ্গুর থাবায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৩ জনের। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২,৭১১ জন। সরকারি পরিসংখ্যান অনুসারে গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৭,১২৭ জন। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS) একথা জানিয়েছে।
সংবাদসংস্থা জিং হুয়া ডিজিএইচএস-কে উদ্ধৃত করে জানিয়েছে, ৫৭,১২৭ জন সংক্রমিত হলেও এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭,৫২৯ জন। বুধবার সুস্থ হয়েছেন ২,৬৩৮ জন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, গত মাসে বাংলাদেশে ডেঙ্গু চূড়ান্ত আকার ধারণ করেছিল। ওই মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হন ৪৩,৮৫৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ২০৪ জনের।
বাংলাদেশে মূলত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ চলে। মশাবাহিত রোগের ক্ষেত্রে বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ বলে গণ্য করা হয়ে থাকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন