
ক্রমশ বিধ্বংসী আকার নিচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলসের দাবানল। আগুন ছড়াচ্ছে ক্যালিফর্নিয়ার একাধিক শহরে। বিভিন্ন মার্কিন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই দাবানলের জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। ঘরছাড়া লক্ষাধিক মানুষ। প্রায় হাজার খানেক বাড়ি পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে স্থানীয়দের। দাবানলের কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন হলিউডের অনেক তারকাও। ওই এলাকায় জারি রয়েছে জরুরী অবস্থা।
জানা গেছে, প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। দমকা হাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। সে আগুন নেভাতে গিয়ে জলসঙ্কটও দেখা গিয়েছে। আমেরিকার সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, আগুন নেভাতে দমকল বাহিনী এত জল ব্যবহার করেছে যে বড় নর্দমাগুলিতে জল প্রায় শেষ।
লস অ্যাঞ্জেলসের দমকল বিভাগ জানিয়েছে, দাবানল বর্তমানে ২০ একর বেড়েছে। যা রুনিয়ন ক্যানিয়ন এবং ওয়াটলস পার্কের মধ্যে জ্বলছে। জানা যাচ্ছে, ডবলি থিয়েটায়, যেখানে প্রতিবছর অস্কার অনুষ্ঠিত হয়, সেটিও সঙ্কটের মুখে। এছাড়া হলিউড বোল আউটডোর অ্যাম্ফিথিয়েটার এবং হলিউড ওয়াক অফ ফেম-সহ অন্যান্য জায়গাগুলিও বিপদের মধ্যে রয়েছে। যার জেরে বন্ধ রয়েছে কাজ।
স্থানীয়দের সরানো হচ্ছে নিরাপদ জায়গায়। এখনও পর্যন্ত ১,৩৭,০০০-এর বেশি মানুষকে এলাকা থেকে সরানো হয়েছে। যেখানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন ১৭ মিলিয়ন মানুষ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বহাল থাকবে। এই দাবানলের ফলে হলিউড তারকাদেরও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। নিজেদের সমাজমাধ্যমে দাবানলের ভয়াবহ ভিডিও শেয়ার করেছেন বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি কার্টিস, প্যারিস হিলটনরা।
অন্যদিকে, এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের সমাজমাধ্যমে স্টোরিতে দাবানলের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রত্যেক ক্ষতিগ্রস্তের পাশে আছি। আশা করি আজ রাতে আমরা সবাই নিরাপদে থাকব’। আরও একটি পোষ্টে দমকল বাহিনীকে তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
এই দাবানলের পরিস্থিতিতে রাষ্ট্রপতি হিসাবে শেষ বিদেশ সফর বাতিল করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বিডেন। ইটালি যাওয়ার কথা ছিল তাঁর। জো বিডেনের প্রশাসনকে নিশানা করে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, দমকল আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পাচ্ছে না। এই অবস্থায় তাঁকে দায়িত্ব ছাড়তে চলার জন্য বিদ্রুপ করে বিডেনকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করতে চলেছেন ট্রাম্প।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন