Afghanistan: সালেহ বাহিনীর প্রত্যাঘাতে এবার কাপিসা প্রদেশে কাঁপছে তালিবান

এমন পরিস্থিতিতে তালিবানদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন আমরুল্লাহ সালেহ। টুইটারে তাঁর কড়া বার্তা, 'সন্ত্রাসবাদের কাছে বিশ্ব যেন মাথা নত না করে। কাবুল বিমানবন্দর যেন মানবতার হাড়িকাঠ হয়ে না ওঠে।
Afghanistan: সালেহ বাহিনীর প্রত্যাঘাতে এবার কাপিসা প্রদেশে কাঁপছে তালিবান
ফাইল চিত্র

আফগানিস্তানের পঞ্জশিরের নেতা আহমেদ মাসুদ জানিয়ে দিয়েছেন যে, কোনও ভাবেই তালিবানের কাছে মাথা নত করবেন না। এবার তালিবান জেহাদি গোষ্ঠীর কাছে ক্রমশ বড় বাধা হয়ে উঠছে কাপিসা প্রদেশের আমরুল্লাহ সালেহর বাহিনী। একাধিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা বর্তমান ‘কার্যকরী প্রেসিডেন্ট’ সালেহ বাহিনীর প্রত্যাঘাতে প্রাথমিকভাবে বিপর্যস্ত তালিবরা। বহু তালিবের মৃত্যুও হয়েছে।

প্রায় গোটা আফগানিস্তানের তালিবান দখল করলেও গতবারের মতো এবারও পঞ্জশিরে এখনও থাবা বসাতে পারেনি তারা। একদিকে মাসুদ, অন্যদিকে সালেহ বাহিনীর কাছে বারবার পর্যদুস্ত হতে হচ্ছে তাদের। এবার কাপিসার সানজান এবং বাঘলানের খোস্ত ওয়া ফেরেং এলাকায় প্রত্যাঘাতের মুখে পড়েছে তালিবরা। আপাতত বেকায়দায় জেহাদি গোষ্ঠী।

Afghanistan: সালেহ বাহিনীর প্রত্যাঘাতে এবার কাপিসা প্রদেশে কাঁপছে তালিবান
Afghanistan: সপ্তাহে ২০০ ডলারের বেশি ব্যাঙ্ক থেকে তোলা যাবেনা - জারি তালিবানি ফতোয়া

এতদিন পঞ্জশিরে সংঘর্ষ বিরতি মানছিল তালিবান। এদিকে সালেহ বাহিনীর পালটা জবাব দিতেই তালিবান সেই চুক্তি লঙ্ঘন করেছে, এই অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পঞ্জশিরও। এদিকে এমন পরিস্থিতিতে তালিবানদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন আমরুল্লাহ সালেহ। টুইটারে তাঁর কড়া বার্তা, 'সন্ত্রাসবাদের কাছে বিশ্ব যেন মাথা নত না করে। কাবুল বিমানবন্দর যেন মানবতার হাড়িকাঠ হয়ে না ওঠে।'

Afghanistan: সালেহ বাহিনীর প্রত্যাঘাতে এবার কাপিসা প্রদেশে কাঁপছে তালিবান
Afghanistan: আগামী চার মাসের মধ্যে পাঁচ লক্ষের বেশি আফগান নাগরিক দেশ ছাড়তে বাধ্য হবেন - UNHCR

আশ্বাসের সুরে বলেন, 'নিজেদের উপর বিশ্বাস রাখুন। কারণ হেরে যাওয়া মানসিকতা সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর। মনের জোর হারাবেন না।' তাঁর বার্তায় স্পষ্ট, সালেহ-মাসুদ বাহিনী ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’ এই মানসিকতা নিয়ে লড়তে প্রস্তুত।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in