

আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের সমস্ত বিজ্ঞাপন থেকে মহিলাদের ছবি সরিয়ে দেবার নির্দেশ দিলো কাবুল মিউনিসিপ্যালিটি। এখন থেকে কোনো দোকানের সামনে, কোনো হোর্ডিং, ফ্লেক্স-এ মহিলাদের ছবি ব্যবহার করা যাবেনা। যেসব জায়গায় মহিলাদের ছবি আছে তাও সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়েছে। একথা জানিয়েছে টোলো নিউজ।
কাবুল মিউনিসিপ্যালিটির মুখপাত্র নেমাতুল্লা বারাকাজি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে পুরসভাকে এই নির্দেশ পাঠানো হয়েছে। সরকারের নির্দেশের পর পুরসভা এই নির্দেশ জারি করেছে।
টোলো নিউজ এই প্রসঙ্গে জানিয়েছে, ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুসারে যে সমস্ত ছবি ইসলামি আইনের বিরুদ্ধে সেই সমস্ত ছবি সমস্ত বিজ্ঞাপনী মাধ্যম থেকে সরিয়ে নিতে হবে। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে কাবুলের সেলুন মালিকদের সংগঠন সরকারের কাছে এই ধরণের সিদ্ধান্ত না নেবার আবেদন জানিয়েছে। তারা আরও জানিয়েছে, সরকার যেন তাদের ব্যবসায়ে হস্তক্ষেপ না করে।
এই নির্দেশ প্রসঙ্গে মেকআপ আর্টিস্ট শায়েস্তা সাইফি জানিয়েছেন, তিনি এক বিউটি সেলুনে গত ৭ বছর ধরে কাজ করেন। এই কাজ করেই তাঁর ১০ জনের সংসার চলে। এইভাবে মহিলাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হলে আগামী দিনে সেলুন বন্ধ করে দিতে হবে।
মহিলাদের অধিকার রক্ষা আন্দোলনের নেত্রী পারোয়ানার প্রশ্ন, বিজ্ঞাপন থেকে মহিলাদের ছবি সরিয়ে নিলে সরকারের কী লাভ হবে?
এর আগেই গত আগস্টে তালিবানিরা আফগানিস্তানের দখল নেবার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে তালিবানিদের কাছে মহিলাদের অধিকার রক্ষার আবেদন জানানো হয়। প্রাত্যাহিক সামাজিক জীবন থেকে মহিলাদের যেন দূরে না সরিয়ে রাখা হয় সেই আবেদনও ছিলো। যদিও আফগানিস্তানের ইসলামিক এমিরেটস-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইসলামী রীতি অনুসারে মহিলাদের যথেষ্ট সম্মান করেন।
- with Agency Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন