Gaza: ইজরায়েলের হামলায় গাজায় নিহত আল জাজিরার ৫ সাংবাদিক! ‘হামাস জঙ্গি’, দাবি নেতানিয়াহু-সেনার

People's Reporter: রবিবার দুপুরে গাজা শহরের আল-শিফা হাসপাতালের মূল ফটকের বাইরে সাংবাদিকদের জন্য তৈরি করা তাঁবুতে হামলা চালায় ইজরায়েল। এই হামলায় মোট সাত জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে পাঁচ জন সাংবাদিক।
হামলায় নিহত সাংবাদিক আনাস আল-শরিফ
হামলায় নিহত সাংবাদিক আনাস আল-শরিফছবি - আনাসের এক্স হ্যান্ডেল
Published on

গাজায় সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা ইজরায়েল সেনার। এর জেরে মৃত্যু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার (Al Jazeera) পাঁচ সাংবাদিকের। যার মধ্যে অন্যতম ২৮ বছরের সাংবাদিক আনাস আল-শরিফ। আল জাজিরার তরফে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন, মহম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জ়াহের, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নৌফল। সকলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আল জাজিরা।

কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দেওয়া বিবৃতি অনুযায়ী, রবিবার দুপুরে গাজা শহরের আল-শিফা হাসপাতালের মূল ফটকের বাইরে সাংবাদিকদের জন্য তৈরি করা তাঁবুতে সরাসরি হামলা চালায় ইজরায়েল। সেখানেই ছিলেন সাংবাদিকেরা। এই হামলায় মোট সাত জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে পাঁচ জন সাংবাদিক। কর্তব্যরত সাংবাদিকদের উপর এমন হামলার নিন্দা হচ্ছে বিভিন্ন মহলে। আনাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আমেরিকার ‘ন্যাশনাল প্রেস ক্লাব’।

২৮ বছরের আনাস দীর্ঘ দিন ধরেই গাজায় ছিলেন। আল জাজিরায় উত্তর গাজা থেকে খবর সরবরাহ করেছিলেন তিনি। এদিন আনাসের মৃত্যুর পর তাঁর সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়। মৃত্যু নিশ্চিত জেনেই তিনি লিখে রেখে গিয়েছিলেন, "যদি আমার এই কথাগুলো তোমাদের কানে পৌঁছোয়, জেনে রেখো, ইজরায়েল আমাকে মেরে ফেলেছে এবং আমার কণ্ঠরোধ করতে সক্ষম হয়েছে"। মৃত্যুর পর কেউ তাঁর সমাজ মাধ্যম থেকে পোস্টটি করেছেন। আনাসের মৃত্যু সংবাদ পাঠ করতে গিয়ে কেঁদে ফেলেন আল জাজিরার সঞ্চালকও।

অন্যদিকে, এই হামলার দায় স্বীকার করে নিয়েছে আইডিএফ (ইজরায়েলি ডিফেন্স ফোর্স)। যদিও তাঁরা আনাসকে সন্ত্রাসবাদী অ্যাখ্যা দিয়েছে। আইডিএফ-এর দেওয়া বিবৃতি অনুযায়ী, "হামাস জঙ্গি আনাস আল-শরিফ, যিনি নিজেকে আল জাজিরার সাংবাদিক হিসাবে পরিচয় দিতেন, তাঁর উপর হামলা হয়েছে। আনাস হামাসের জঙ্গি শাখার প্রধান ছিলেন। আইডিএফ সেনা এবং ইজরায়েলি নাগরিকদের উপর হামলা চালাতেন"।

হামাসের সঙ্গে যে আনাস যুক্ত ছিলেন, তার সমর্থনে যুক্তি স্বরূপ ইজরায়েলি সেনা জানিয়েছে, "গাজা থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং নথি, সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ তালিকা, বেতনের নথি খতিয়ে দেখে আল জাজিরার কর্মীর হামাস যোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে"।

এদিন সাংবাদিকদের মৃত্যুতে সিপিজে জানিয়েছে তারা 'আতঙ্কিত'। সাংবাদিকদের 'সন্ত্রাসবাদী' তকমার তীব্র নিন্দা করে সিপিজে-র আঞ্চলিক পরিচালক সারা কুদা বলেন, "বিশ্বাসযোগ্য প্রমাণ না দিয়েই সাংবাদিকদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা ইজরায়েলের ধরণ। তাদের উদ্দেশ্য সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে"। এই হত্যাকাণ্ডের জন্য ইজরায়েলকে জবাবদিহি করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে গাজায় সাংবাদিকদের উপর হামলা নিয়ে সরব হয়েছে অস্ট্রেলিয়াও। শীঘ্রই প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দিতে চলেছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস জানিয়েছেন, আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্যালেস্টাইনকে ওই স্বীকৃত দেওয়া হবে।

হামলায় নিহত সাংবাদিক আনাস আল-শরিফ
Fake Police Station: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল, এবার নয়ডায় ভুয়ো পুলিশ থানা খুলে গ্রেপ্তার বিভাস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in