Uttar Pradesh: জনসমর্থন ফেরাতে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে 'প্রতিজ্ঞা যাত্রা'য় কংগ্রেস
উত্তরপ্রদেশে জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে ‘প্রতিজ্ঞা যাত্রা’র সূচনা করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ২০২২ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সমর্থনে জনসমর্থনের পাল্লা ভারী করতে রাজ্য কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে এই প্রতিজ্ঞা যাত্রা।
উত্তরপ্রদেশ কংগ্রেস সূত্রে পাওয়া খবর অনুসারে, রাজ্যকে তিনভাগে ভাগ করে মোট তিনটি যাত্রার আয়োজন করা হবে।
এরমধ্যে প্রথম যাত্রা হচ্ছে বারাবাঁকির অওয়ধ থেকে। যেখানে ঝাঁসি পর্যন্ত বুন্দেলখন্ডের জেলাগুলোর মধ্যে দিয়ে যাবে এই যাত্রা। এছাড়াও এই যাত্রা শাহারাণপুর এবং বারাণসীর মধ্যে দিয়েও যাবে। দ্বিতীয় যাত্রা হবে পশ্চিম উত্তরপ্রদেশ এবং ব্রিজ অঞ্চলের মধ্যে দিয়ে। তৃতীয় যাত্রা হবে পূর্বাঞ্চলে।
দ্বিতীয় যাত্রা যাবে রাজ্যের ৯টি জেলার মধ্যে দিয়ে এবং তৃতীয় যাত্রা যাবে রাজ্যের ১১ জেলার মধ্যে দিয়ে। সাহারাণপুর থেকে শুরু করে এই যাত্রা যাবে মথুরা পর্যন্ত। সমস্ত যাত্রাই শেষ হবে আগামী ১ নভেম্বর।
প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং ছত্তিশগড়ের কংগ্রেস প্রধান পি এল পুনিয়া জানিয়েছেন যাত্রার সূচনা করার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন। যেখানে তিনি কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া ৭টি প্রস্তাব প্রসঙ্গে বিস্তারিতভাবে জানাবেন।
যার মধ্যে প্রথম প্রস্তাবের ঘোষণা ইতিমধ্যেই করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। যেখানে তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ মনোনয়ন দেওয়া হবে মহিলাদের। তিনি আরও জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এলে ক্লাস টেন পর্যন্ত মহিলাদের স্মার্টফোন দেওয়া হবে এবং রাজ্যের সমস্ত গ্র্যাজুয়েট মহিলা ছাত্রীদের ই স্কুটার দেওয়া হবে।
এই প্রসঙ্গে কংগ্রেসের ডিজিট্যাল মিডিয়া কনভেনর অংশু অবস্থী জানান, রাজ্যের মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং সম্মানিত করার জন্য, বিজেপি সরকারের দলিত, অনগ্রসর জাতি এবং ব্রাহ্মণদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে, যুবকদের কর্মসংস্থান প্রদান, পুনরুদ্ধারের জন্য প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নির্দেশে কৃষকদের সম্মান ও অধিকারের এবং উন্নয়নের জন্য, কংগ্রেস 'প্রতিজ্ঞা যাত্রা' শুরু করেছে।
- with Agency Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন