

বীজ বপনের আগে সারের দাম বাড়ানোয় কেন্দ্র সরকারের সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তাঁর কটাক্ষ বিজেপি শাসনে কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুরাই ধনী হচ্ছেন এবং শ্রমিক-কৃষকরা গরীব হচ্ছেন।
ট্যুইটারে কংগ্রেস নেত্রী লেখেন, "বিজেপি সরকার NPK সারের দাম ২৭৫ টাকা এবং NP-র দাম ৭০ টাকা বাড়িয়েছে। প্রতিদিন ডিজেলের দাম বাড়িয়ে বাড়িয়ে এক লিটার তেলের দাম একশোর ওপর তুলে দিয়েছে। বিজেপির শাসনে শ্রমিক ও কৃষকরা মূল্যবৃদ্ধির বোঝার নীচে চাপা পড়ে গেছে। শুধু মোদীর বন্ধুরাই ধনী হচ্ছেন।"
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি ঘোষণা করেছে ফসফেটিক এবং পটাসিক সারের বর্ধিত মূল্য যা আগেই অনুমোদিত হয়েছিল তা চলতি অর্থবর্ষ পর্যন্ত প্রযোজ্য থাকবে। অর্থাৎ এই বছরের ২০ মে সারের দাম বৃদ্ধির যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত লাগু থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই ট্যুইট করেছেন প্রিয়ঙ্কা গান্ধী।
- With IANS Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন