

আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলাদের বিশেষ উপহার হিসাবে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে ১০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর আগে গত বছর আগষ্ট মাসে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানো হয়েছিল প্রতি সিলিন্ডারে। আর ঘটনাচক্রে দুইবারই ভোটম্যখী গ্যাসের দাম কমিয়েছে মোদী সরকার। আর যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।
লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমানো প্রসঙ্গে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘ভোট বড় বালাই। তাই এক্স হ্যান্ডল থেকে প্রধানমন্ত্রীকে এই ঘোষণা করতে হচ্ছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে গ্যাসের দাম ছিল ৪৫০ টাকা। তার পর সেটা বাড়তে বাড়তে ১১৫০ টাকায় পৌঁছেছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমেছে, ভারতে তখন পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে লুট করেছেন মোদী। উনি কি রান্নার গ্যাসের দাম ৪৫০ টাকা করতে পারবেন? লুটের টাকা ফেরত দেবেন কি?’’
অন্যদিকে, মোদীর এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এআইসিসির মুখপাত্র জয়রাম রমেশ। শুক্রবার মোদীর সরকারের পদক্ষেপ নিয়ে জয়রাম রমেশের প্রশ্ন, মণিপুর ঘটনার সময় প্রধানমন্ত্রী কেন একবারের জন্যেও সেরাজ্যে যাননি? মহিলাদের উপর ধারাবাহিক অত্যাচার এমনকি, নগ্ন করে হাঁটানোর হয়েছিল মণিপুরে। মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে বিজেপি কেন কোনও ব্যবস্থা নেয়নি? মোদীর জমানাকে ‘অন্যায় কাল’ মন্তব্য তাঁর।
এরপরেই মোদী জমানায় মহিলা সশক্তিকরণ প্রকল্পের সাফল্য নিয়ে প্রশ্ন তুলে তাঁর মন্তব্য, ‘‘মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত্বে দেশের শ্রমশক্তির ২০ শতাংশ ছিল মহিলাদের। তা কেন কমল? দেশের অর্থনীতির পক্ষে এই ঘটনা চরম উদ্বেগের।’’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন