LPG Price Cut: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের উপহার মোদীর, কমানো হল রান্নার গ্যাসের দাম

People's Reporter: জানা গেছে, রান্নার গ্যাসের এই নয়া দাম শুক্রবার রাত ১২ টার পর থেকে কার্যকর হবে।
LPG Price Cut: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের উপহার মোদীর, কমানো হল রান্নার গ্যাসের দাম
প্রতীকী ছবি
Published on

লোকসভা ভোটের আগে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী। রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে ১০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে (অতীতে টুইটার হিসেবে পরিচিত ছিল) পোষ্ট করে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন তাঁর এক্স হ্যান্ডলে রান্নার গ্যাসের দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, ‘‘এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দেবে। বিশেষ ভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে৷ রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে, আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি।’’

মোদী আরও লিখেছেন, ‘‘এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন এবং তাঁদের জন্য সহজতর জীবনযাত্রা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতির অনুসারী।’’ জানা গেছে, রান্নার গ্যাসের এই নয়া দাম শুক্রবার রাত ১২ টার পর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের আগষ্ট মাসে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম কমিয়েছিল কেন্দ্র। সেসময় রান্নার গ্যাসের দাম কমেছিল সিলিন্ডার প্রতি ২০০ টাকা। তা ৯০০ টাকায় নেমেছিল। এ বার, আরও ১০০ টাকা দাম কমল। অর্থাৎ উজ্জ্বলা গ্রাহক নন যাঁরা, তাঁরা ৮০০ টাকায় একটি এলপিজি সিলিন্ডার পাবেন।

LPG Price Cut: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের উপহার মোদীর, কমানো হল রান্নার গ্যাসের দাম
Udhayanidhi Stalin: সনাতন ধর্ম বিতর্কে স্বস্তি উদয়নিধির, হিন্দুত্ববাদীদের আর্জি খারিজ হাইকোর্টে
LPG Price Cut: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের উপহার মোদীর, কমানো হল রান্নার গ্যাসের দাম
এনডিএ-র থেকে বেশি আসনের প্রস্তাব চিরাগ পাসোয়ানকে! বিহারে শাসক শিবিরে ফাটল ধরাচ্ছে 'ইন্ডিয়া'?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in