Lok Sabha Polls 24: আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী সানিয়া মির্জা! জল্পনা তুঙ্গে

People's Reporter: ১৯৮০ সালে হায়দরাবাদ কেন্দ্রে শেষবার জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী কে এস নারায়ণ। ২০০৪ সাল থেকে এই হায়দরাবাদ কেন্দ্রটি জিতে আসছেন আসাউদ্দিন।
সানিয়া মির্জা
সানিয়া মির্জাছবি - সানিয়া মির্জার ফেসবুক পেজ
Published on

আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে বড়সড় চমক দিতে পারে কংগ্রেস। ওই কেন্দ্রে AIMIM-র আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী করা হতে পারে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

মিমের শক্ত ঘাঁটি দুর্বল করতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। কারণ ১৯৮০ সালে হায়দরাবাদ কেন্দ্রে শেষবার জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী কে এস নারায়ণ। তারপর থেকে এই কেন্দ্রে জয়ের মুখ দেখেনি কংগ্রেস। এবার এই আসনে মিমকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কংগ্রেস।

সূত্রের খবর, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, গোয়া এবং দমন ও দিউ-র প্রার্থী নিয়ে বৈঠক করে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বৈঠকে ১৮ জনের নাম পেশ করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যেই নাম ছিল সানিয়া মির্জার। জানা যাচ্ছে, সানিয়াকে প্রার্থী করার প্রস্তাব দেন ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে সানিয়ার তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি বলেই খবর।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে এই হায়দরাবাদ কেন্দ্রটি জিতে আসছেন আসাউদ্দিন। তার আগে ১৯৮৪ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত কেন্দ্রটির সাংসদ ছিলেন সুলতান সালাহউদ্দিন ওয়াইসি। এর মধ্যে শুধু ১৯৮৪ সালে নির্দল হিসেবে জয়ী হয়েছিলেন সালাহউদ্দিন। বাকি সময়ে মিমের টিকিটেই জিতেছিলেন তিনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে ৫ লক্ষ ১৭ হাজারের বেশি ভোট পেয়েছিলেন আসাউদ্দিন। কংগ্রেস প্রার্থী ফিরোজ খান পেয়েছিলেন প্রায় ৫০ হাজার ভোট। সেই কারণেই এবার হায়দরাবাদ কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিতে চাইছে কংগ্রেস।

সানিয়া মির্জা
Govinda: শিন্ডে গোষ্ঠীতে যোগ দিলেন অভিনেতা গোবিন্দা, লড়তে পারেন লোকসভা নির্বাচনে
সানিয়া মির্জা
স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নিচ্ছেন বিজেপি প্রার্থী রেখা! তথ্য পেশ করে আক্রমণে তৃণমূল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in