

লোকসভা নির্বাচনের আবহে শিবসেনায় (শিন্ডে গোষ্ঠী) যোগ দিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। সূত্রের খবর, শিন্ডেসেনার হয়ে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন অভিনেতা।
২০০৪ সালে কংগ্রেসের প্রতীকে মুম্বাই উত্তর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন গোবিন্দা। সেই সময় হারিয়েছিলেন বিজেপির সিনিয়র নেতা রাম নাইককে। তবে তারপর থেকে আর তাঁকে প্রার্থী করেনি কংগ্রেস। অভিযোগ ছিল, সাংসদ থাকাকালীন সংসদে উপস্থিত থাকতেন না তিনি। এবার গোবিন্দা যোগ দিলেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীতে।
২০১৪ ও ২০১৯ সালে পরপর দুবার মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে শিবসেনার প্রতীকে জিতে সাংসদ হয়েছেন গজানন কীরিটকর। তখন এনডিএ শিবিরে ছিল শিবসেনা এবং দলে ভাঙনও ধরেনি। কিন্তু শিবসেনায় ভাঙ্গনের পর বর্তমানে গজানন কীরিটকর আছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-তে। এবারের লোকসভায় ওই কেন্দ্র থেকে ইউবিটি প্রার্থী করেছে গজাননের ছেলে অমলকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন