

রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। দলের বিদায়ী চার সাংসদের মধ্যে তিনজনই আর জায়গা পাননি এবারের তালিকায়। তৃণমূলের ঘোষিত তালিকায় যে চারজনের নাম রয়েছে তাঁরা হলেন - সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। এই চার প্রার্থীরই জয় নিশ্চিত।
প্রার্থীদের মধ্যে নাদিমুল হকই বিদায়ী সাংসদ। এই নিয়ে তিনবার রাজ্যসভায় যাবেন তিনি। সুস্মিতা দেব আগেও রাজ্যসভার সাংসদ হয়েছেন। মমতাবালা ঠাকুর আগে লোকসভায় ছিলেন। রাজ্যসভায় এই প্রথম। তবে তালিকায় সবচেয়ে বড় চমক সাগরিকা ঘোষ, যিনি সংসদে এই প্রথম পা দেবেন।
বিদায়ীদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি শান্তনু সেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী এবং আবীররঞ্জন বিশ্বাস।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন লোকসভা ভোটকে মাথায় রেখেই তৃণমূলের এই প্রার্থীতালিকা। প্রার্থীতালিকায় চারজনের মধ্যে তিনজনই মহিলা। মহিলা ভোটকে গুরুত্ব দেওয়ার জন্য জনপ্রতিনিধিত্বে মহিলার সংখ্যা বাড়াচ্ছেন মমতা ব্যানার্জি। আবার মতুয়া ভোটের দিকে তাকিয়ে তালিকায় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরকে রাখা হয়েছে।
তৃণমূলের অবাঙালি সংখ্যালঘু মুখ নাদিমুল হক। কলকাতা থেকে প্রকাশিত এক উর্দু দৈনিক সংবাদপত্রের সম্পাদক তিনি। পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির চেয়ারম্যানও তিনি।
নাগরিক সমাজের কথা ভেবে সাংবাদিক সাগরিকা ঘোষকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। জাতীয় স্তরের বহু সংবাদমাধ্যমে সম্পাদকের দায়িত্ব সামলেছেন তিনি। এখনও নিয়মিত কলাম লেখেন তিনি। তাঁর স্বামী রাজদীপ সরদেসাইও বিখ্যাত সাংবাদিক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন