বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় শেষ হচ্ছে রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব। অর্থাৎ আর মাত্র কয়েক ঘণ্টা সময় বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। প্রচারের শেষ মুহূর্তে তৎপর কংগ্রেস, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দল। আগামী ২৫ নভেম্বর শনিবার রাজস্থান বিধানসভার ২০০ আসনের জন্য ভোটগ্রহণ। ফলাফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে রাজ্যের বিভিন্ন অঞ্চলে একাধিক জনসভায় অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। গতকাল এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা গেহলট বলেন, রেড ডায়েরি ইস্যু এবং মহাদেব বেটিং অ্যাপ ইস্যু কংগ্রেসের বিরুদ্ধে এক চক্রান্ত। বিজেপি এভাবেই চক্রান্ত করে সব জায়গায় নির্বাচনে জয়ী হতে চায়।
বৃহস্পতিবারে বিজেপির প্রচারেও থাকছে একাধিক চমক। এদিন রামগঞ্জমান্ডী এবং পিপলদাতে দুটি জনসভায় ভাষণ দেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজাখেড়ায় অন্য এক জনসভায় ভাষণ দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে ভাষণ দেবেন দুটি জনসভায়। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ভাষণ দেবেন জয়পুর এবং ট্রান্সপোর্ট নগরের দুটি জনসভায়। এছাড়াও সুজানগড় এবং বাসিতে দুই জনসভায় ভাষণ দেবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার রাজসমন্দ জেলার দেওগড়ে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই প্রচারের শেষলগ্নে চিতোরগড় এবং নাথডোয়ারাতে রোড শো করার পাশাপাশি জয়পুরে এক সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উল্লেখযোগ্যভাবে এবারের নির্বাচনে, রাজ্যের ২০০ টি কেন্দ্রের মধ্যে বেশ কিছু কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি – দু পক্ষেই বেশ কিছু বিক্ষুব্ধ প্রার্থী লড়াইয়ের ময়দানে আছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন