

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামেদের প্রার্থী সিপিআইএম-এর দেবরাজ বর্মণের সমর্থনে মিছিল হল শুরুবার। মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, এসএফআই-এর সর্বভারতীয় সম্পাদক ময়ুখ বিশ্বাস, এসএফআই-এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি , কলতান দাশগুপ্ত সহ অনেকে। এছাড়াও এই কেন্দ্রে বামেদের প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেস। তাই কংগ্রেসের জেলা নেতৃত্বও উপস্থিত ছিলেন।
শুক্রবার শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে দেবরাজ বর্মণের সমর্থনে মিছিল শুরু হয়। মিছিল শুরুর আগে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক দেন বাম ও কংগ্রেস নেতা কর্মীরা।
মীনাক্ষী বলেন, "আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। রাজ্য ও দেশ জুড়ে কাজ নেই বিজেপি ও তৃণমূলের কারণে। নির্বাচনের আগে রাজ্য পুলিশ কোটি কোটি টাকা ও অস্ত্র বাজেয়াপ্ত করছে। এত টাকা-অস্ত্র কোথা থেকে আসছে? কারা আমদানি করছে এগুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। গোটা পশ্চিমবঙ্গকে বারুদের উপর বসিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম ভাঁওতাবাজি পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে।"
১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই জলপাইগুড়ি সহ রাজ্যের আরও দুই কেন্দ্রে ভোট। ৪ জুন গণনা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন