

দেশকে রক্ষা করতে দিল্লির সরকার থেকে সরাতে হবে বিজেপি-কে। সংসদে বামপন্থী এবং সিপিআই(এম)’এর শক্তি বাড়াতে হবে। জনমুখী বিকল্প নিয়ে চলবে যে সরকার সেই ধর্মনিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার দিল্লিতে আসন্ন লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে একথা জানিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিনের সাংবাদিক সম্মেলনে ইয়েচুরি ছাড়াও উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সিআইটিইউ সাধারণ সম্পাদক তপন সেন প্রমুখ।
ইয়েচুরি বলেছেন, গত দশ বছরে শ্রমজীবীদের সব অংশ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বারবার রাস্তায় নেমেছে। যার অন্যতম উদাহরণ তিন কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার লড়াই। কৃষকরা রাস্তায় নেমে তিনটি আইনকে বাতিল করতে বাধ্য করেছেন।
এদিন ইয়েচুরি বলেন, দেশের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক চরিত্র বিপন্ন হয়েছে। ভারতের এই চরিত্রকে রক্ষা করার জন্য বিজেপিকে পরাজিত করতে হবে। রক্ষা করতে হবে দেশের সংবিধানকে।
এদিন ইয়েচুরি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির অপব্যবহার করা হচ্ছে। বিরোধীদের কন্ঠস্বর দমন করতে এইসব এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। লাগাতার আক্রমণ চলছে দেশের চার মূল স্তম্ভের ওপর।
সিপিআইএম সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনী বন্ডের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষ এবং দেশের সম্পদ লুঠ করার স্বার্থে গড়ে তোলা হয়েছে কর্পোরেট-সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ-এর আঁতাত।
কর্পোরেটের বিপুল অঙ্কের ঋণ ছাড়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বড়ো বড়ো কর্পোরেটদের প্রায় ১৭.৪৬ লক্ষ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। মানুষের টাকা লুট করার এই প্রক্রিয়া থেকে নিপীড়িত মানুষকে রক্ষা করতে হবে। লুট চালানোর জন্যই সমানে জনগণের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
ইয়েচুরি মনে করিয়ে দেন, মেহনতি মানুষের জীবন যাপনের মান ক্রমশ খারাপ হয়েছে। গত দশ বছরে প্রকৃত মজুরি, এবং মূল্যবৃদ্ধির অনুপাতে মজুরি বাড়েনি। কর্মহীনতা লাগামছাড়া। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। অন্যদিকে বিপুল পরিমাণ সম্পদ জড়ো হয়ে চলেছে মুষ্টিমেয় কয়েকজন ধনীর হাতে। এই অবস্থা বদলাতে হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন