কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা
কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পাছবি সংগৃহীত

Lok Sabha Polls 24: দেখা করেননি অমিত শাহ, কর্ণাটকে নির্দল হয়ে লড়বেন বিক্ষুব্ধ বিজেপি নেতা ঈশ্বরাপ্পা

People's Reporter: সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিক্ষুব্ধ বিজেপি নেতা জানান, অমিত শাহ আমাকে দিল্লিতে বৈঠক করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। দলের শীর্ষ নেতার বিরুদ্ধে না গিয়ে আমি দিল্লি গেছিলাম।
Published on

বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হবার পর শিবমোগ্যা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। গতকাল দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও তিনি দেখা করতে পারেননি। এরপর বৃহস্পতিবার সকালে তিনি দিল্লি থেকে বেঙ্গালুরু ফিরে আসেন।

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিক্ষুব্ধ বিজেপি নেতা জানান, অমিত শাহ আমাকে দিল্লিতে বৈঠক করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতার বিরুদ্ধে না গিয়ে আমি দিল্লি গেছিলাম। নয়তো আমি ঔদ্ধত্য দেখাচ্ছি বলে মনে হত। যদিও আমার দিল্লি যাত্রা আমাকে বুঝিয়ে দিয়েছে যে ঈশ্বর আমার সঙ্গে আছেন।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার সঙ্গে দেখা করেননি। তাঁর অফিস থেকে জানানো হয়েছে তিনি ব্যস্ত আছেন। আমার মনে হয়েছে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এটা তাঁর পক্ষ থেকে সম্মতি।

বিক্ষুব্ধ বিজেপি নেতা সাংবাদিকদের বলেন, আমি একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। রাজ্যের ২৮টি আসনের মধ্যে একমাত্র শিবমোগ্যা ছাড়া বাকি সব আসনে বিজেপি জয়ী হবে। শিবমোগ্যা আসনে আমি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হব।  

ওই আসন থেকে জয়ী হবার পর আমি আমার জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসর্গ করবো। আমি যদি প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন না করি তাহলে আমার জয়ের কোনও মূল্য নেই।

আসন্ন লোকসভা নির্বাচনে শিবমোগ্যা কেন্দ্র থেকে তাঁর ছেলে কে ই কন্ঠেশকে প্রার্থী না করায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। তাঁর অপর পুত্র বি ওয়াই বিজয়েন্দ্রকে কর্ণাটক বিজেপির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়েও দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ঈশ্বরাপ্পা।

কর্ণাটকে বিজেপিকে গড়ে তোলার পেছনে ঈশ্বরাপ্পার বড়ো ভূমিকা আছে। মূলত ইয়েদুরিয়াপ্পা, তিনি এবং অন্যান্য কয়েকজন মিলে কর্ণাটকে বিজেপির সংগঠন গড়ে তোলেন।  Gourav Vallabh: কংগ্রেস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ

কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা
Rahul Gandhi: হাতে নগদ মাত্র ৫৫,০০০, নেই কোনও বাড়ি-গাড়ি; রাহুল গান্ধীর মোট সম্পত্তি কত জানেন?
কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা
Gourav Vallabh: কংগ্রেস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in