Jharkhand Polls 24: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন - BJPর 'বিভ্রান্তিমূলক' ভিডিও সরানোর নির্দেশ কমিশনের

People's Reporter: ঝাড়খন্ডের নির্বাচনী প্রধানকে ওই ভিডিও তুলে নিতে বিজেপিকে নির্দেশ দিতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিজেপির এই ভিডিওকে “বিভ্রান্তিমূলক এবং বিভাজনকারী” বলে উল্লেখ করেছে কমিশন।
ঝাড়খন্ডে দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২০ নভেম্বর
ঝাড়খন্ডে দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২০ নভেম্বরপ্রতীকী ছবি
Published on

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টি (BJP) প্রকাশিত এক ভিডিও তুলে নেবার নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে ঝাড়খন্ডের নির্বাচনী প্রধানকে অবিলম্বে ওই ভিডিও তুলে নেবার জন্য বিজেপিকে নির্দেশ দিতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিজেপির এই ভিডিওকে “বিভ্রান্তিমূলক এবং বিভাজনকারী” বলে উল্লেখ করেছে কমিশন।

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দেখা গেছে এই সোশ্যাল মিডিয়া পোষ্টে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে। তাই বর্তমান আইন অনুযায়ী এই ভিডিওর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারা অনুসারে ঝাড়খন্ড রাজ্যের কর্তৃপক্ষকে অবিলম্বে ওই ভিডিও সরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রকাশিত এই ভিডিওর বিষয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস এবং জেএমএম। তাদের মতে এই ভিডিও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। ঝাড়খন্ডের শাসকজোটের দুই প্রধান দলের কাছ থেকে এই অভিযোগ আসার পরে ব্যবস্থা গ্রহণ করলো কমিশন।

নির্বাচন কমিশনের কাছে করা অভিযোগে, কংগ্রেস এবং জেএমএম জানায়, বিজেপির প্রকাশ করা ভিডিও ঘৃণা এবং শত্রুতার বাতাবরণ তৈরি করছে এবং ভোটারদের প্রভাবিত করার জন্য এই ধরণের মিথ্যা এবং ভিত্তিহীন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে।

এর আগে কংগ্রেসের যোগাযোগ বিভাগের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি আরও বলেন, ইতিমধ্যেই এই বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করা সত্ত্বেও বিজেপি এই প্রচার চালিয়ে যাচ্ছে।

এবারের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেস জেএমএম-এর ইন্ডিয়া মঞ্চ ক্ষমতা ধরে রাখার লড়াই চালাচ্ছে। বিপরীতে যে কোনও মূল্যে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি তথা এনডিএ জোট। বিজেপির প্রচারে মূলত অনুপ্রবেশ এবং ঝাড়খন্ডের জনসংখ্যাকে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস এবং জেএমএম-এর প্রচারের মূল বক্তব্য, রাজ্যের জল, জমি, জঙ্গলের দখল চাইছে বিজেপি। এই রাজ্যের মানুষকে নিয়ে তাদের কোনও চিন্তা নেই।

আগামী ২০ নভেম্বর, বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ৩৮ আসনে ভোটগ্রহণ হবে। ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর। এর আগে গত ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩ আসনে ভোটগ্রহণ করা হয়েছে।

ঝাড়খন্ডে দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২০ নভেম্বর
Jharkhand Polls: প্রার্থী করেনি দল, দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপিতে যোগ JMM বিধায়ক দীনেশের
ঝাড়খন্ডে দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২০ নভেম্বর
Jharkhand Polls 24: অনুপ্রবেশকারীদের বিতাড়িত করব - নির্বাচনের আগে 'শাহী' প্রতিশ্রুতি ঝাড়খণ্ডে!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in