

ঠিক সময়েই ইন্ডিয়া মঞ্চ আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুক্রবার একথা জানিয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারের আসন সমঝোতার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি একথা জানান।
এদিন তেজস্বী বলেন, আসন ভাগাভাগি নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। সময়মতই সব চূড়ান্ত করা হবে। মঞ্চের শরিক দলগুলির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে এখনই সংবাদমাধ্যমে জানানোর মত কিছু নেই। যখন সময় হবে তখন সংবাদমাধ্যমকে পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
এর আগে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার একইভাবে জানিয়েছিলেন, সময়মতো বিহারের আসন সমঝোতা চূড়ান্ত করা হবে। যদিও জেডিইউ নেতা কে সি ত্যাগী, বিজয় কুমার চৌধুরী, অশোক চৌধুরী, বিজেন্দ্র যাদবরা আসন সমঝোতায় এত দেরি হচ্ছে কেন জানতে চেয়ে মুখ খুলেছেন।
তাদের মতে, লোকসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। তাই অতি দ্রুত আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা প্রয়োজন। জেডিইউ-এর এই নেতারা ইতিমধ্যেই আসন সমঝোতার বিষয়ে দেরি হবার জন্য কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন