রাহুল গান্ধীর সাথে বৈঠক হরিশ রাওয়াতের, পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ
ফাইল ছবি সংগৃহীত

রাহুল গান্ধীর সাথে বৈঠক হরিশ রাওয়াতের, পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ

রাহুল গান্ধীকে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাওয়াত বলেছেন, আপাতত উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে ফোকাস করতে চান তিনি। তাই পাঞ্জাব কংগ্রেসের ইনচার্জের পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি।
Published on

রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করে পাঞ্জাব কংগ্রেসের ইনচার্জের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন দলের সিনিয়র নেতা হরিশ রাওয়াত। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ রাহুল গান্ধীর সাথে তাঁর বাসভবনে দেখা করেন তিনি।

রাহুল গান্ধীকে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাওয়াত বলেছেন, আপাতত উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে ফোকাস করতে চান তিনি। তাই পাঞ্জাব কংগ্রেসের ইনচার্জের পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি।

রাহুল গান্ধীর সাথে সাক্ষাতের পর নিজের ট‍্যুইটারে রাওয়াত লেখেন, "চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি থেকে আজ নিজেকে উদ্ধার করেছি। আমার একহাতে জন্মভূমি উত্তরাখণ্ডের প্রতি আমার কর্তব্য এবং অন‍্যহাতে কর্মভূমি পাঞ্জাবের প্রতি কর্তব্য। পরিস্থিতি জটিল হয়ে উঠছে কারণ নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। দুই জায়গাতেই ফুলটাইম কাজ করতে হবে। মঙ্গলবার অসময়ের বৃষ্টি উত্তরাখণ্ডের ব‍্যাপক ক্ষতি করেছে, কিন্তু আমি মাত্র কয়েকটি জায়গাতেই যেতে পেরেছি। আমি সব জায়গাতেই যেতে চাই।"

তিনি আরও লেখেন, "যদি আমি আমার জন্মভূমির প্রতি ন‍্যায়বিচার করি, তবেই আমি আমার কর্মভূমির প্রতি ন‍্যায়বিচার করতে পারবো। আমি পাঞ্জাব কংগ্রেস এবং পাঞ্জাবের মানুষদের কাছে তাঁদের ক্রমাগত আশীর্বাদ ও নৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞ। গুরুনানক দেব এবং গুরু গোবিন্দ সিংয়ের মাটির প্রতি আমার গভীর আবেগ রয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি দলীয় নেতৃত্বের কাছে অনুরোধ করবো, আগামী কয়েকমাস আমি উত্তরাখণ্ডকে যাতে পুরো সময় দিতে পারি তার জন্য পাঞ্জাবের দায়িত্ব থেকে যেন আমায় মুক্তি দেওয়া হয়।"

প্রসঙ্গত, আগামী বছর পাঞ্জাব এবং উত্তরাখণ্ড সহ পাঁচ রাজ‍্যে বিধানসভা নির্বাচন রয়েছে।

-With IANS Inputs

রাহুল গান্ধীর সাথে বৈঠক হরিশ রাওয়াতের, পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ
Petroleum Price Hike: বিমানের জ্বালানির চেয়ে পেট্রোল দামী - রাহুল, প্রিয়াঙ্কার নিশানায় কেন্দ্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in