

গোয়া বিধানসভা নির্বাচনে গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে জোট করলো কংগ্রেস। শনিবার এই জোটের কথা দুই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আগামী ২০২২ বিধানসভা নির্বাচনে দুই দল জোটবদ্ধ ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে এদিন জানানো হয়।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে গোয়ার দায়িত্বপ্রাপ্ত দীনেশ গুন্ডু রাও জোটের গুরুত্ব প্রসঙ্গে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে দুই দলের আসন সমঝোতা ছাড়াও আগামী দিনে দুই দল একসাথে কাজ করবে। অতীতেও দুই দলের এক সঙ্গে কাজ করার নজির আছে। আগামী নির্বাচনে দুই দল ঐক্যবদ্ধভাবে ক্ষমতাসীন বিজেপিকে হারানোর জন্য লড়াই করবে।
এদিন রাও বলেন, গোয়া ফরোয়ার্ড পার্টি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আলোচনা চালাচ্ছিল এবং এখন আমরা সমঝোতায় এসেছি এবং জোট করেছি। আমাদের জোট দুর্নীতিগ্রস্ত এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আমি মনে করি এটা এক উল্লেখযোগ্য পথ চলার শুরু।
প্রসঙ্গত, ২০১৭ গোয়া বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই-এর নেতৃত্বাধীন গোয়া ফরোয়ার্ড পার্টি বিজেপি বিরোধিতা করে নির্বাচনে লড়াই করেছিলো। যদিও পরে ক্ষমতাসীন বিজেপি জোটে যোগ দেয় এবং তাঁদের তিন বিধায়কের তিনজনই মন্ত্রী হন। রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর পাররিকরের মৃত্যুর পর নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আচমকাই তিন মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করেন।
এদিন দীনেশ গুন্ডু রাও বলেন, অতীতের সমস্ত বিষয় পেছনে ফেলে বাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে এই জোট হয়েছে। অতীতে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিন্তু রাজনীতিতে মাঝে মাঝে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয় এবং এগোতে হয়। এই জোট স্বীকৃত জোট এবং উনি আমাদের সঙ্গে আছেন এবং আমরাও ওনার সঙ্গে আছি। এই জোট এরকম নয় কিছু আসন সমঝোতা, কিছু বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। খুব স্পষ্টভাবেই এই জোটের ঘোষণা করা হচ্ছে এবং এই জোট রাজ্যে কংগ্রেসের বিজয় সুনিশ্চিত করবে।
- With Agency Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন