স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহফাইল ছবি সংগৃহীত

CAA: দেশজুড়ে লাগু হলো সংশোধিত নাগরিকত্ব আইন!

People's Reporter: সিএএ কার্যকর হওয়ার খবর শুনেই রীতিমতো খুশির হাওয়া বইছে মতুয়া মহলে। তাঁরা জানান, আমরা খুব খুশি।
Published on

দেশজুড়ে কার্যকর হল সিএএ বা The Citizenship (Amendment) Act, 2019 (CAA) সংশোধিত নাগরিকত্ব আইন। আইনে পরিণত হওয়ার ৪ বছর পর সিএএ কার্যকর করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই রীতিমতো চমক দিয়ে সিএএ চালু করার বিজ্ঞপ্তি জারি করলো মোদী সরকার। সোমবার গোটা ভারতে সিএএ কার্যকর করার ঘোষণা করেছে অমিত শাহ-র অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সিএএ কার্যকর হওয়ার খবর শুনেই রীতিমতো খুশির হাওয়া বইছে মতুয়া মহলে। তাঁরা জানান, আমরা খুব খুশি। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আমাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো।

কিছু দিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, সিএএ নিয়ে আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করা হচ্ছে। তাঁদেরকে ভুল বুঝিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। সিএএ-র অধীনে শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। সিএএ ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) পাশ করে মোদী সরকার। সংসদের দুই কক্ষে পাশ করানোর পর এই বিলে সম্মতি দেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যাতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Pragya Singh: একাধিকবার এড়িয়েছিলেন তলব, এবার প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে পরোয়ানা জারি আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in