Pragya Singh: একাধিকবার এড়িয়েছিলেন তলব, এবার প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে পরোয়ানা জারি আদালতের

People's Reporter: বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার আদালতের হাজিরা এড়িয়ে গেছেন। যদিও জামিনে থাকাকালীন তাঁকে বাস্কেটবল খেলতে, গরবা নাচ নাচতে দেখা গিয়েছে।
বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর
বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর ফাইল ছবি, সংগৃহীত

মালেগাঁও বিস্ফোরণকান্ডে অভিযুক্ত, বর্তমানে জামিনে মুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে আদালত জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে। সোমবার এনআইএ-এর বিশেষ আদালত এই পরোয়ানা জারি করেছে। জানা গেছে, একাধিকবার আদালতের তলব এড়ানোর জন্য এই পরোয়ানা জারি করা হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।

সোমবার এনআইএ-এর বিশেষ আদালতের বিচারপতি এ কে লাহোতি বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে ১০ হাজার টাকার পরোয়ানা জারি করেছেন। আগামী ২০ মার্চের মধ্যে তদন্তকারী সংস্থাকে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর আগে গত মাসে, প্রজ্ঞা সিং ঠাকুরকে সতর্ক করে বিচারপতি বলেছিলেন, তিনি আদালতের নির্দেশ মতো হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে "প্রয়োজনীয় ব্যবস্থা" নেওয়া হবে।

ভোপালের বিজেপি সাংসদ বর্তমানে শারীরিক কারণে জামিনে মুক্ত আছেন এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই একাধিকবার আদালতের হাজিরা এড়িয়ে গেছেন। যদিও জামিনে থাকাকালীন তাঁকে বাস্কেটবল খেলতে, গরবা নাচ নাচতে দেখা গিয়েছে।যা নিয়ে নেটিজেনদের এবং রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

উল্লেখ্য, মালেগাঁও বিস্ফোরণকান্ডে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর-সহ আরও ছ’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) –এ বিচার চলছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত বর্তমানে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) অধীনে অভিযুক্তদের বক্তব্য রেকর্ড করছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে মৃত্যু হয়েছিলো ১০ জনের। যে ঘটনায় বহু মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন বর্তমান বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। ২০১৭ সালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাঁকে শারীরিক কারণে জামিন দেয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের দিগ্বিজয় সিংকে ৩.৬ লাখ ভোটে হারান।

বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর
Electoral Bonds: সুপ্রিম কোর্টে এসবিআই-র আবেদন খারিজ - ২৪ ঘণ্টায় জমা দিতে হবে ইলেক্টোরাল বন্ডের তথ্য
বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর
Lok Sabha Polls 24: কৃষক আন্দোলন, অগ্নিবীর নিয়ে মতভেদ - কংগ্রেসে যোগ দিলেন হিসারের বিজেপি সাংসদ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in