বসুন্ধরা রাজে এবং ভজনলাল শর্মা
বসুন্ধরা রাজে এবং ভজনলাল শর্মা

Rajasthan: শিকে ছিঁড়ল না বসুন্ধরার, প্রথমবার ভোটের লড়াইয়ে নামা ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করল BJP

People's Reporter: এইবারই প্রথম নির্বাচনের ময়দানে নেমেছিলেন ভজনলাল শর্মা। সাঙ্গানার থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন তিনি। কংগ্রেসের পুষ্পেন্দ্র ভরদ্বাজকে ৪৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি।
Published on

শিকে ছিঁড়ল না বসুন্ধরা রাজের। ছত্তিসগড়, মধ্যপ্রদেশের মতো রাজস্থানের কুর্সির জন্যও নতুন্ মুখ বাছল বিজেপি। মরুরাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা। এইবারই প্রথম নির্বাচনের ময়দানে নেমেছিলেন তিনি। সাঙ্গানার থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন তিনি। প্রথমবার জিতেই মুখ্যমন্ত্রীর গদিতে বসলেন ভজনলাল।

৩ ডিসেম্বর ফল ঘোষণার পর থেকেই রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে জল্পনা চলছিল। তালিকায় দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ, সাংসদ দিয়া কুমারীর সহ একাধিক হেভিওয়েটের নাম ছিল। এমনকি জয়ী হওয়ার পরই প্রায় ৫০ জন অনুরাগী বিধায়কদের নিয়ে নিজের বাসভবনে পৃথক বৈঠক করে দলকে চাপেও ফেলেছিলেন বসুন্ধরা রাজে। কিন্তু এতো কিছু করেও শিকে ছিঁড়ল না রাজের। ৮ দিন পর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

জয়পুরে বিজেপির বিধায়ক দলের বৈঠকে তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক - প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় সহ-সভাপতি সরোজ পান্ডে এবং জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদের উপস্থিতিতে ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে দলের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন ভজনলাল শর্মা। চারবার দলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখা ABVP-এর সাথে যুক্ত ছিলেন। প্রথমবার ভোটে নেমে কংগ্রেসের পুষ্পেন্দ্র ভরদ্বাজকে ৪৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি।

দুজন উপমুখ্যমন্ত্রী থাকবে ভজনলাল শর্মার - রাজপরিবারের সদস্য দিয়া কুমারী এবং সিনিয়র বিজেপি নেতা প্রেম চাঁদ বৈরওয়া।

বসুন্ধরা রাজে এবং ভজনলাল শর্মা
SC সম্প্রদায়ের ব্যক্তির গায়ে থুথু-মারধর, জমি দখল - BJP বিধায়ক বালমুকুন্দ আচার্যের বিরুদ্ধে FIR
বসুন্ধরা রাজে এবং ভজনলাল শর্মা
দেশে প্রতি ৮৩৪ নাগরিক পিছু ১ জন চিকিৎসক, ৪৭৬ নাগরিক পিছু ১ জন নার্স: রাজ্যসভায় জানালেন মন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in