

তিন রাজ্যে পরাজয়ের মুখোমুখি হলেও কংগ্রেসের হাত ধরে তেলেঙ্গানায় ক্ষমতা বদল হতে চলেছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের ভোট গণনার প্রবণতায় কংগ্রেসকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে বিজেপি। তেলেঙ্গানায় বিআরসি-কে অনেক পেছনে ফেলে ক্ষমতা দখলের পথে কংগ্রেস।
১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে ৭১ আসনে। বিআরএস এগিয়ে ৩৬ আসনে। বিজেপি এগিয়ে ৯ আসনে এবং মিম এগিয়ে ৩ আসনে।
বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছিল কংগ্রেস পেতে পারে ৬৩ থেকে ৭৩ আসন এবং বিআরএস পেতে পারে ৩৪ থেকে ৪৪ আসন। বিজেপি পেতে পারে ৪ থেকে ৮ আসন। এখনও পর্যন্ত ফলাফলের যা গতিপ্রকৃতি তাতে অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে বুথ ফেরত সমীক্ষা।
২০১৮ বিধানসভা নির্বাচনে বিআরএস জয়ী হয়েছিল ৮৮ আসনে। কংগ্রেস জয়ী হয়েছিল ১৯ আসনে। তেলেগু দেশম জয়ী হয়েছিল ২ আসনে এবং বিজেপি জয়ী হয়েছিল ১ আসনে। গতবার মিম জয়ী হয়েছিল ৭ আসনে এবং নির্দল জয়ী হয়েছিল ১ আসনে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদিবাসী ভোট ব্যাঙ্কে ধস নামার কারণেই তিন রাজ্যে কংগ্রেসের এই বিপর্যয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন