
সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা এবং ছত্তিসগড়ে। গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মধ্যপ্রদেশ, রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি এবং কংগ্রেস। তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে কংগ্রেস। ছত্তিসগড়ে সামান্য এগিয়ে কংগ্রেস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন