Assembly Polls 2023: মধ্যপ্রদেশে দিমানি কেন্দ্রে পিছিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার

People's Reporter: মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রধান মুখ কমলনাথ কিছুক্ষণ আগে পিছিয়ে গেলেও, শেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে এগিয়ে গিয়েছেন তিনি। নিজের হোম-টাউন ছিন্দওয়ারা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং কমলনাথ
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং কমলনাথ
Published on

মধ্যপ্রদেশে বিজেপি ম্যাজিক ফিগার অতিক্রম করলেও পিছিয়ে রয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। দিমানি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। কংগ্রেসের রবীন্দ্র সিং তোমারের কাছে পিছিয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রধান মুখ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ কিছুক্ষণ আগে পিছিয়ে গেলেও, শেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে এগিয়ে গিয়েছেন তিনি। নিজের হোম-টাউন ছিন্দওয়ারা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী বানটি সাহু, যিনি ২০১৮ সালেও কমলনাথের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।

বুধনি কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ইন্দোর-১ থেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

রাও কেন্দ্রে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের বর্তমান বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী জিতু পাটওয়ারি।    

শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৩০ আসন বিশিষ্ট মধ্য প্রদেশে এই মুহূর্তে ১৪২ আসনে এগিয়ে বিজেপি, যা ২০১৮ সালের তুলনায় ৩৩ বেশি। অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ৮৫ আসনে। যা গতবারের তুলনায় ২৯ কম।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং কমলনাথ
LIVE BLOG: Assembly Polls 2023: ৪ রাজ্যে গণনা শুরু; মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডি লড়াই

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in