মুকেশ বর্মা
মুকেশ বর্মাফাইল ছবি সংগৃহীত

UP Polls 22: আরও এক BJP বিধায়কের ইস্তফা, এই নিয়ে ৭ জন, চূড়ান্ত বিপাকে গেরুয়া শিবির

এবার ইস্তফা দিলেন বিধায়ক এবং ওবিসি নেতা ডঃ মুকেশ বর্মা। তিনদিনে এই নিয়ে সাতজন বিধায়ক বিজেপি ছাড়লেন।
Published on

উত্তরপ্রদেশে ফের ধাক্কা শাসকদল বিজেপিতে। বিধায়ক ত‍্যাগের তালিকায় যোগ হলো আরও একটি নাম। এবার ইস্তফা দিলেন বিধায়ক এবং ওবিসি নেতা ডঃ মুকেশ বর্মা। তিনদিনে এই নিয়ে সাতজন বিধায়ক বিজেপি ছাড়লেন।

পশ্চিম উত্তরপ্রদেশের ফিরোজাবাদের শিকোহাবাদের বিধায়ক মুকেশ বর্মা। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে যোগী আদিত‍্যনাথের সরকার দলিত, অন‍্যান‍্য অনগ্রসর শ্রেণি, সংখ‍্যালঘু সম্প্রদায়, কৃষক এবং বেকারদের অবহেলা করেছে। স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। উনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তা সমর্থন করবো। আগামীদিনে আরও অনেক নেতা আমাদের সাথে হাত মেলাবেন।'

প্রসঙ্গত, গত মঙ্গলবার যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন স্বামী প্রসাদ মোর্য। এরপর রাজ‍্যের ‌বনমন্ত্রী দারা সিং চৌহান, বিধায়ক এবং গুজ্জর নেতা অবতার সিং ভান্দানা, বিধায়ক ব্রজেশ প্রজাপতি, বিধায়ক রোশন লাল বর্মা, বিধায়ক ভগবতী সাগর, এবং বিনয় কুমার শাক‍্য বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক বিধায়কের পদত‍্যাগে তীব্র বিপাকে গেরুয়া শিবির।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in