Lok Sabha Polls 24: তৃণমূল নয়, সেলিমের সঙ্গে কথা বলা শুরু করেছি, জানালেন অধীর চৌধুরী

People's Reporter: শনিবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধীর বলেন, “আমি মহম্মদ সেলিমের সঙ্গে কথা বলা শুরু করেছি। আমরা চাই বাংলায় সিপিআইএম-এর সঙ্গে জোট করে কংগ্রেস ভোটে লড়ুক।“
অধীর রঞ্জন চৌধুরী
অধীর রঞ্জন চৌধুরীনিজস্ব চিত্র
Published on

সম্প্রতি কংগ্রেসের হাই কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যের আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সঙ্গে কথা বলছেন তারা। আর এই আবহেই উল্টো সুর শোনা গেল অধীরের গলায়। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান, সিপিআইএমের রাজ্য সভাপতি মহম্মদ সেলিমের সঙ্গে কথা হচ্ছে তাঁর জোট নিয়ে।

শনিবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধীর বলেন, “আমি মহম্মদ সেলিমের সঙ্গে কথা বলা শুরু করেছি। আমরা চাই বাংলায় সিপিআইএম-এর সঙ্গে আঁতাত করে কংগ্রেস ভোটে লড়ুক।“

এদিন তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলেই জানান। জোট নিয়ে জয়রাম রমেশ কী বলেছেন সেটা তাঁর জানা নেই। ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছে তৃণমুল বলেই দাবি বহরমপুরের সাংসদের।

এদিকে কংগ্রেসের হাই কমান্ড সূত্র অনুসারে, ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে একদফা বৈঠক শেষ হয়েছে কংগ্রেসের। এই আলোচনা ফলপ্রসূ হলে শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। কংগ্রেসের দাবি মত ৮ থেকে ১৪টি আসন ছাড়তে নারাজ ছিল তৃণমূল। এক্ষেত্রে তৃণমূলের বক্তব্য ছিল যে দলের রাজ্য বিধানসভায় একজনও বিধায়ক নেই সেই দলকে কীভাবে এত আসন দেওয়া যেতে পারে? যদিও পরে নিজেদের দাবি থেকে অনেকটাই সরে ৫ আসনের দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন, “মমতার সঙ্গে কথাবার্তা চলছে। দরজা বন্ধ হয়নি। বারবার বলে এসেছি, এখনও বলছি। কোনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে চলছে। বাংলায় যে ছয়দিন ছিলাম, বারবার বলেছি। আপনারা শোনেনি বা বিশ্বাস করেননি। সপা, আপ নিয়েও আপনারা একই কথা বলেছেন, সমঝোতা হয়ে গেল তো? তৃণমূলের কে কী বলছে জানি না, ওদের সুপ্রিম নেত্রী বারবার বলে এসেছেন উনি ‘ইন্ডিয়া’র সঙ্গে আছেন। বিজেপিকে রুখতে সর্বতোভাবে লড়াইয়ে আছেন।”

অধীর রঞ্জন চৌধুরী
Lok Sabha Polls 24: পশ্চিমবঙ্গে ৫ আসনের বিনিময়ে চূড়ান্ত হতে পারে কংগ্রেস তৃণমূল সমঝোতা
অধীর রঞ্জন চৌধুরী
Lok Sabha Polls 24: পরে দল, আগে দেশ - চার রাজ্যে কংগ্রেস-আপ আসন সমঝোতা চূড়ান্ত
অধীর রঞ্জন চৌধুরী
Karnataka: 'বিক্ষোভে যারা অংশ নিচ্ছে কেউ কৃষক নয়, সবাই খালিস্তানি' - নজিরবিহীন আক্রমণে বিজেপি সাংসদ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in