অপেক্ষার অবসান, ঘোষিত হলো ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ, এবারের থিম কী জানেন?

২০২২ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রায় ২২ লক্ষ বইপ্রেমী মানুষের সমাগম হয়েছিল। প্রায় ২৩ কোটি টাকার বইও বিক্রি হয়েছিল। যা অতীতের সমস্ত বইমেলার থেকে বেশি।
ঘোষিত হলো বইমেলার উদ্বোধনের দিন
ঘোষিত হলো বইমেলার উদ্বোধনের দিনছবি - নিজস্ব

৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের দিন ঘোষণা হয়ে গেলো। ২০২৩ সালের ৩০ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী মেলার উদ্বোধন করবেন।

বইপ্রেমী বাঙালীর কাছে শারদোৎসবের পর সব থেকে বড় উৎসব হলো কলকাতা বইমেলা। নতুন বছর পড়লেই নতুন নতুন বইয়ের সম্ভারে ভরে উঠবে ‘বইমেলা প্রাঙ্গন’। বুধবার সাংবাদিক বৈঠক করে বইমেলার উদ্বোধনের দিন জানিয়ে দেন কর্তৃপক্ষ। ৩০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৬তম বইমেলা চলবে।

কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আমরা চিরকৃতজ্ঞ. পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তর এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতার কথাও উল্লেখ করতে চাই। একইসঙ্গে আমরা ধন্যবাদ জানাই চিত্রশিল্পী শ্রী শুভাপ্রসন্নকে, যিনি বইমেলা প্রাঙ্গনের লোগোটি অঙ্কন করেছেন।'

তাঁরা আরও বলেন, ২০২২ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রায় ২২ লক্ষ বইপ্রেমী মানুষের সমাগম হয়েছিল। প্রায় ২৩ কোটি টাকার বইও বিক্রি হয়েছিল। যা অতীতের সমস্ত বইমেলার থেকে বেশি। আসন্ন বইমেলায় যাতে অতীতের থেকে বেশি প্রকাশককে আমরা জায়গা দিতে পারি সেটার পরিকল্পনা করছি। আন্তর্জাতিক কলকাতা বইমেলার আরেকটি বিশেষ আকর্ষণ, নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল যা অনুষ্ঠিত হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে।

৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন। এর আগে ২০০৬ সালে বইমেলার থিম কান্ট্রি হিসেবে স্পেন অংশগ্রহণ করেছিল। সে বছর বইমেলার থিম প্যাভিলিয়নে ভারতের স্প্যানিশ দূতাবাস ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। এর পর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষাশিক্ষা বিভাগে স্পেন সরকারের পক্ষ থেকে প্রতিবছর একজন অধ্যাপককে পাঠানো হয়।

এছাড়াও স্পেন থিম কান্ট্রি হবার পর ওই বছর থেকে কলকাতায় বিদেশি ভাষা হিসেবে স্প্যানিশের ওপর ডিপ্লোমার আন্তর্জাতিক পরীক্ষা DELE শুরু হয়, যা পরিচালনা করে স্পেন সরকারের ইন্সটিটিউট অফ সার্ভান্তেস। স্পেনের রাষ্ট্রদূত এদিন বলেন, 'আমাদের বিশ্বাস, স্পেনের এই অংশগ্রহণের ফলে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।'

স্পেন ছাড়াও প্রতিবছরের মতো ২০২৩ বইমেলাতেও অংশগ্রহণ করবে অন্যান্য দেশ এবং ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশনা সংস্থা। পাশাপাশি থাকবে অনেক ছোটো ম্যাগাজিনও।

ঘোষিত হলো বইমেলার উদ্বোধনের দিন
অঙ্গীকার মতো কলকাতা মেডিক্যালে দেহ দান করা হলো প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in