
ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ২৭ বছরের হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত। গত ফেব্রুয়ারিতে আমেরিকার নিউ ইয়র্কের একটি কাউন্টি আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল হাদি মাতারকে। তার তিন মাস পর শুক্রবার হাদি মাতারের শাস্তি শোনালো আদালত।
২০২২ সালে আমেরিকার একটি অনুষ্ঠানে সলমন রুশদির উপর প্রাণঘাতী হামলা চালান নিউ জার্সির বাসিন্দা হাদি। রুশদির বক্তৃতার সময় মঞ্চে উঠে এলোপাথাড়ি কোপান তাঁকে। মোট ১৫ বার কোপ মারা হয় বলে আদালতে জানিয়েছিলেন রুশদি। হামলার পর মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন বুকারজয়ী লেখক রুশদি। বেশ কিছু দিন ভেন্টিলেশনে রাখার পর সুস্থ হলেও একটি চোখের দৃষ্টি হারান তিনি। একটি হাতও অকেজো হয়ে যায়।
হামলার দিন মঞ্চে রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন হেনরি রিস। মঞ্চে তাঁকেও আঘাত করেছিলেন ওই যুবক। এই ঘটনার পর প্রায় দু'বছর জেল বন্দি ছিলেন হাদি। এরপর চলতি বছর জানুয়ারি মাসে নিউ ইয়র্কের কাউন্টি আদালতে শুরু হয় মামলার বিচারপ্রক্রিয়া। যার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং রুশদি।
আদালতে রুশদি জানান, অনুষ্ঠান চলাকালীন আচমকাই মঞ্চে উঠে আসেন যুবক। তাঁর চোখগুলি ছিল ‘অন্ধকারময়’ এবং ‘হিংস্র’। প্রথমে রুশদি ভেবেছিলেন, তাঁকে ঘুষি মারা হয়েছে। পরে বুঝতে পারেন, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মোট ১৫ বার তাঁকে কোপ মারা হয়।
বিচারপ্রক্রিয়ার তিন সপ্তাহের মধ্যেই হাদিকে দোষী সাব্যস্ত করে আদালত। শাস্তি ঘোষণা হল তিন মাস পরে। হাদি মাতারকে যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে আমেরিকার আইন অনুযায়ী তাতে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা বরাদ্দ ছিল।
উল্লেখ্য, ১৯৮৮ সালে বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লিখেছিলেন রুশদি। যার জেরে তাঁর বিরুদ্ধে ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনি 'মৃত্যু ফতেয়া' জারি করেছিলেন। বহুবার খুনের হুমকিও পেয়েছেন রুশদি। এমনকি প্রায় ন'বছর আত্মগোপন করে থাকতে হয়েছিল রুশদিকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন