

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এদিন বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন বইমেলা। কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কের ময়দানে বসেছে বইমেলা। এবছর বইমেলার থিম কান্ট্রি- ব্রিটেন। এবছর সর্বমোট ২০ টি দেশ অংগ্রহণ করেছে বইমেলায়। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার বিকালে বইমেলা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত আলেক্স এলিস, সাহিত্যিক বাণী বসু, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে সহ রাজ্য মন্ত্রিসভার অনেক সদস্য।
অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বই আমাদের দেশ–বিদেশের সঙ্গে মৈত্রীর বন্ধন সুদৃঢ় করে। নৈকট্য বাড়ায়। এই বইমেলার মাধ্যমে ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।“
উদ্বোধনের পর সবার জন্য খুলে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। এবার মেলায় প্রবেশ ও বাহির দিয়ে মোট ন’টি গেট করা হয়েছে। ছোট ও মাঝারি প্রকাশক ও লিটল ম্যাগাজিনের টেবিল মিলিয়ে স্টলের মোট সংখ্যা এবার এক হাজার। এ বারের থিম কান্ট্রি- ব্রিটেন। বাংলাদেশ প্যাভিলয়নে সে দেশের ৫০টি প্রকাশনা আসছে। বইমেলার বিশেষ আকর্ষণ- ‘লিটারেচার ফেস্টিভেল’ অনুষ্ঠিত হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি।
এবছর বইমেলায় বাংলাদেশ দিবস পালন হবে আগামী ২০ জানুয়ারি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা বাংলাদেশের সংস্কৃতি সচিব খলিল আহমদের। প্রধান আলোচক থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন