

বাংলার মুকুটে নতুন পালক। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ইউনেস্কোর 'Intangible Culture Heritage of Humanity' তালিকায় স্থান দেওয়া হয়েছে। এশিয়ার মধ্যে দুর্গোৎসবই প্রথম এই সম্মান জিতেছে।
জাতিসংঘের তরফ থেকে ট্যুইটারে জানানো হয়েছে, "কলকাতা,সিটি অফ জয়, উদযাপন করো। রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি-তে জায়গা পেয়েছে দুর্গাপুজো।"
১৩ ডিসেম্বর থেকে প্যারিসে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ (ICH)-এর ১৬ তম বৈঠক বসেছে। সেই বৈঠকেই আজ দুর্গাপুজোকে হেরিটেজ তালিকায় যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় যুক্ত হওয়ার জন্য গোটা এশিয়া থেকে আরও ৪৮টি মনোনয়ন জমা পড়েছিল।
এই খবর আসার পরই ট্যুইটারে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে।
-With IANS Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন