বুদ্ধবাবুর স্মরণসভার আগে প্রচুর পরিমাণে ছাপা হল তাঁর লেখা বই! কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক চাহিদা
বৃহস্পতিবার রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। একাধিক বাম নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকবেন বহু কর্মী-সমর্থকও। স্মরণসভা উপলক্ষ্যে বুদ্ধবাবুর লেখা একাধিক বই ছাপানো হয়েছে বলেই জানা যাচ্ছে।
বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতির পাশাপাশি সাহিত্যকেও সমান গুরুত্ব দিতেন। বাংলার সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ ছিল বুদ্ধবাবুর। প্রায়শই তাঁকে নন্দন চত্বরে দেখা যেত। মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তিনি বহু বই লিখেছেন। সেই সমস্ত বইয়ের মধ্যে বেশ কিছু বাছাই করা বই অতিরিক্ত ছাপিয়েছে সিপিআইএম। আজ নেতাজি ইন্ডোরে সেইসমস্ত বই বিক্রিও করা হতে পারে বলে জানা যাচ্ছে।
বুদ্ধবাবুর লেখা তিনটি বই বেশি করে ছাপা হয়েছে। স্মরণসভার পাশাপাশি দুর্গাপুজোয় বিক্রির জন্যও সেগুলি ছাপানো হয়েছে। বইগুলির মধ্যে ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’, ‘পুড়ে যায় জীবন নশ্বর’ এবং ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রকাশক অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, বুদ্ধবাবুর এমন অনেক লেখা আছে যেগুলো প্রকাশ হয়নি। সেই সমস্ত লেখা এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। একত্রিত করে প্রকাশ করা হবে। সম্ভবত পুজোর আগেই সেই কাজ হয়ে যাবে।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে বুদ্ধবাবুর দুটি বই পুজোর সময় প্রকাশিত হয়েছিল। বাম কর্মী সমর্থকদের মধ্যে সেই বইয়ের ব্যাপক চাহিদা ছিল।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

