উত্তরপ্রদেশ থেকে উদ্ধার হলো প্রায় ৪০০টি মুঘল যুগের মুদ্রা!

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের হুসেনপুরে। সেখানে সতীধাম মন্দির চত্বরে পাঁচিল দেওয়ার কাজ চলছিল। সেই উদ্দেশ্যেই মাটি খুঁড়ছিল শ্রমিকরা।
উত্তরপ্রদেশ থেকে উদ্ধার হলো প্রায় ৪০০টি মুঘল যুগের মুদ্রা!
ছবি - প্রতীকী

উত্তরপ্রদেশে একটি মন্দিরের পাঁচিল নির্মাণের কাজ করতে গিয়ে আবিষ্কার হলো মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা। রবিবার রাতে কর্মরত শ্রমিকরা মুদ্রাগুলির সন্ধান পান।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের হুসেনপুরে। সেখানে সতীধাম মন্দির চত্বরে পাঁচিল দেওয়ার কাজ চলছিল। সেই উদ্দেশ্যেই মাটি খুঁড়ছিল শ্রমিকরা। মাটি খুঁড়তে খুঁড়তে মুদ্রাগুলি খুঁজে পান ওই শ্রমিকদের মধ্যে একজন। পুরনো দিনের কিছু সামগ্রী উদ্ধার হয়েছে অনুমান করে পুলিশে খবর দেন তাঁরা।

পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন বলেন, আমাদের খবর দেওয়া হলে আমরা ঘটনাস্থলে আসি। মুদ্রাগুলির ওপর আরবি ভাষায় কিছু লেখা আছে। এই ধরণের মুদ্রা সাধারণত মুঘল আমলেই ব্যবহার করা হতো। প্রায় ৪০০টি মুদ্রা উদ্ধার করা হয়েছে। মুদ্রাগুলি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সমস্ত মুদ্রা প্রত্নতাত্ত্বিকদের হাতে তুলে দেওয়া হবে। তাঁরা পরীক্ষা করে ঠিক কোন সময়ের মুদ্রা তা জানাবেন। পাশাপাশি কোন ধাতুতে মুদ্রাগুলি তৈরি হয়েছে সেটাও জানা যাবে।

উত্তরপ্রদেশ থেকে উদ্ধার হলো প্রায় ৪০০টি মুঘল যুগের মুদ্রা!
Rahul Gandhi: ট্রাক চালকদের ‘মন-কি-বাত’ শুনতে রাতভর ট্রাকে চেপে ঘুরলেন রাহুল গান্ধী!
উত্তরপ্রদেশ থেকে উদ্ধার হলো প্রায় ৪০০টি মুঘল যুগের মুদ্রা!
নারকো টেস্টের ‘LIVE’ করুন, আমরাও প্রস্তুত; ব্রিজ ভূষণকে পাল্টা চ্যালেঞ্জ কুস্তিগীরদের

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in