

উত্তরপ্রদেশে একটি মন্দিরের পাঁচিল নির্মাণের কাজ করতে গিয়ে আবিষ্কার হলো মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা। রবিবার রাতে কর্মরত শ্রমিকরা মুদ্রাগুলির সন্ধান পান।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের হুসেনপুরে। সেখানে সতীধাম মন্দির চত্বরে পাঁচিল দেওয়ার কাজ চলছিল। সেই উদ্দেশ্যেই মাটি খুঁড়ছিল শ্রমিকরা। মাটি খুঁড়তে খুঁড়তে মুদ্রাগুলি খুঁজে পান ওই শ্রমিকদের মধ্যে একজন। পুরনো দিনের কিছু সামগ্রী উদ্ধার হয়েছে অনুমান করে পুলিশে খবর দেন তাঁরা।
পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন বলেন, আমাদের খবর দেওয়া হলে আমরা ঘটনাস্থলে আসি। মুদ্রাগুলির ওপর আরবি ভাষায় কিছু লেখা আছে। এই ধরণের মুদ্রা সাধারণত মুঘল আমলেই ব্যবহার করা হতো। প্রায় ৪০০টি মুদ্রা উদ্ধার করা হয়েছে। মুদ্রাগুলি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সমস্ত মুদ্রা প্রত্নতাত্ত্বিকদের হাতে তুলে দেওয়া হবে। তাঁরা পরীক্ষা করে ঠিক কোন সময়ের মুদ্রা তা জানাবেন। পাশাপাশি কোন ধাতুতে মুদ্রাগুলি তৈরি হয়েছে সেটাও জানা যাবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন