Rahul Gandhi: ট্রাক চালকদের ‘মন-কি-বাত’ শুনতে রাতভর ট্রাকে চেপে ঘুরলেন রাহুল গান্ধী!

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশে প্রায় ৯০ লক্ষ ট্রাক চালক আছেন। তাদের অনেক সমস্যাই রয়েছে। রাহুল গান্ধী তাদেরই মনের কথা শোনার কাজ করলেন।
Rahul Gandhi: ট্রাক চালকদের ‘মন-কি-বাত’ শুনতে রাতভর ট্রাকে চেপে ঘুরলেন রাহুল গান্ধী!
ছবি - ট্যুইটার

ভারত জোড়ো যাত্রার পর - এবার 'ট্রাকে যাত্রা' করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার, রাত ১১টা নাগাদে ট্রাকে চেপে হরিয়ানার মুরথাল (Murthal) থেকে আম্বালা (Ambala) পৌঁছান তিনি। এই যাত্রা কালে, ট্রাক চালকদের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলেন তিনি। শোনের তাঁদের 'মন-কি-বাত'। আর, রাহুলের এই ট্রাক যাত্রার ভিডিয়ো ও ছবি পোস্ট করেছে কংগ্রেস। তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

কংগ্রেস সূত্রে খবর, এই ট্রাক যাত্রাকালে ট্রাক চালকদের সমস্যা ছাড়াও তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমাধানের কথা বলেন রাহুল গান্ধী।

আম্বালায় পৌঁছানোর পর, হিমাচল প্রদেশের সিমলার দিকে যান রাহুল গান্ধী। তবে, রাহুল গান্ধীর গভীর রাতের এই যাত্রা নিয়ে আগে থেকেই চুপচাপ ছিল দলের নেতৃত্ব। জানা যাচ্ছে, সিমলায় বোন প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতেই যাচ্ছিলেন রাহুল। তারই মাঝে এসি গাড়ি ছেড়ে 'ট্রাক যাত্রা' করলেন তিনি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশে প্রায় ৯০ লক্ষ ট্রাক চালক আছেন। তাদের অনেক সমস্যাই রয়েছে। রাহুল গান্ধী তাদেরই মনের কথা শোনার কাজ করলেন।

টুইটারে রাহুলের এই 'ট্রাক যাত্রার' একটি ভিডিও পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়িও। যেখানে দেখা যাচ্ছে, ট্রাকে যেতে যেতে সাধারণ মানুষের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'ট্রাক চালকদের সমস্যা জানতে এভাবে ট্রাকে যাত্রা করা শুধু রাহুলের পক্ষেই সম্ভব।'

কয়েক মাস আগেই মানুষের মধ্যে মিশে গিয়ে 'ভারত জোড়ো' যাত্রায় হেঁটেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের সেই কর্মসূচির সঙ্গে জুড়েছিলেন কয়েক লক্ষ মানুষ। এরপরে কর্ণাটক নির্বাচনের প্রচারে গিয়েও বাসে চেপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন রাহুল। রেস্তোরাঁতে গিয়ে মানুষের সঙ্গে বসে খাবার খেয়েছেন। এমনকী বাইকের পেছনে চেপে বেঙ্গালুরুর রাস্তায় ঘুরেছেন তিনি।

এছাড়া, গত মাসে বাংলা মার্কেট, জামা মসজিদ এলাকায় গিয়ে মানুষের সঙ্গে বসে খাবার খেয়েছেন তিনি। UPSC প্রার্থীদের সাথে সাক্ষাৎ করতে উত্তর দিল্লির মুখার্জি নগর এলাকাও পরিদর্শন করে রাহুল গান্ধী।

শুধু তাই নয়, দিল্লির শাকুর বস্তি এলাকা পরিদর্শন করেন তিনি। বস্তিবাসীদের সাথে কথা বলে বুলডোজার রাজ নিয়ে 'ভয়ের কারণ' জানতে চান।

জানা গেছে, রাহুল গান্ধীর কাছে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ভেঙে ফেলার ভয় এবং পানীয় জলের সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে না পারার কথা জানিয়েছেন শাকুর বস্তি এলাকার মহিলারা।

Rahul Gandhi: ট্রাক চালকদের ‘মন-কি-বাত’ শুনতে রাতভর ট্রাকে চেপে ঘুরলেন রাহুল গান্ধী!
নারকো টেস্টের ‘LIVE’ করুন, আমরাও প্রস্তুত; ব্রিজ ভূষণকে পাল্টা চ্যালেঞ্জ কুস্তিগীরদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in